Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রশংসা করেননি উদ্ধব ঠাকরে

বুম দেখে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঔরঙ্গজেব নামের এক সৈনিকের প্রশংসা করছিলেন যিনি সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারান।

By - Nivedita Niranjankumar | 28 Jun 2022 5:54 PM IST

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ঔরঙ্গজেব নামের এক সৈনিককে প্রশংসা করার ভিডিও এই মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে উনি ওই নামের মুঘল সম্রাটের গুণগান করেছেন।

বুম দেখে ঔরঙ্গাবাদে আয়োজিত একটি অনুষ্ঠানের ভিডিও সেটি। সেখানে মুখ্যমন্ত্রী ঔরঙ্গজেব নামের এক সৈনিকের বীরত্বের কথা বলছিলেন যিনি ২০১৮তে জঙ্গিদের গুলিতে মারা যান।

ভিডিওটিতে ঠাকরেকে একটি বড় জনসভায় ভাষণ দিতে দেখা যাচ্ছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "আপনারা কি জানেন ওই সৈনিক কে ছিলেন? আপনারা কি জানেন তাঁর নাম কি ছিল? তাঁর নাম ছিল ঔরঙ্গজেব, যিনি দেশের জন্য তাঁর জীবন বিসর্জন দেন। আমরা কী বলব? যে তিনি একজন মুসলমান ছিলেন, তাই তিনি আমাদের একজন নন। না, তিনি আমাদের দেশের জন্য, আমাদের মাতৃভূমির জন্য কেঁদে ছিলেন। যাঁরা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, তাঁরা আমাদেরই একজন, ধর্ম তাঁদের যাই হোক না কেন। সেটাই আমাদের হিন্দুত্ব। সেটাই আমাদের হিন্দুত্ব..."

ভিডিওটি এমন এক সময় শেয়ার করা হচ্ছে যখন মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাটি সরকার পতনের মুখে দাঁড়িয়ে।

ভিডিওটির কাটছাঁট করা সংস্করণটি নানা হিন্দি ক্যাপশন সহ শেয়ার করা হচ্ছে। এবং সব ক'টিতেই দাবি করা হচ্ছে যে উনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কথা বলছিলেন। বেশ কয়েকটি দক্ষিণপন্থী গোষ্ঠী ঔরঙ্গজেব সম্পর্কে অভিযোগ করেছে মুঘল সম্রাট ছিলেন ধর্মান্ধ ও উনি বেশ কিছু মন্দির ভেঙ্গে সেখানে মন্দির স্থাপন করেন।

Full View

একটি আর্কাইভ সংস্করণ এখানে দেখুন।

আরও পড়ুন: ১৭ বছরের অ্যালিজা কার্সনকে নাসা মঙ্গলে পাঠাচ্ছে? ফের ছড়াল ভুয়ো খবর

তথ্য যাচাই

আমরা দেখি, ভিডিওটিতে 'টিভি৯ মারাঠি'র লোগো রয়েছে। সেই সূত্র ধরে, আমরা ইউটিউবে কি-ওয়ার্ড সার্চ করি। দেখা যায়, ৮ জুন, ২০২২-এ, তাতে একটি ভিডিও আপলোড করা হয়, যেটি ভাইরাল ভিডিওটির সঙ্গে মিলে যায়।

ঔরঙ্গাবাদে ঠাকরের দেওয়া ভাষণটির ভিডিও সেখানে আপলোড করা হয়। তাঁর অনুগামীদের উদ্দেশ্যে দেওয়া তাঁর ওই ভাষণে উনি ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচনা করেন।

ভিডিওটি ১.১৬ সময়চিহ্নে ঠাকরে বলেন, "ওই রকম একজন সৈনিক ভারতের জন্য লড়ছিলেন। বন্দুক হাতে তিনি একাধিক জঙ্গিকে খতম করেন। ছুটিতে উনি বাড়ি যাচ্ছিলেন যখন তাঁকে অপহরণ করা হয়। কিছু দিন পরে তাঁর বুলেট-বিদ্ধ দেহ খুঁজে পায় সেনা। আপনারা কি জানের ওই সৈনিক কে ছিলেন? আপনারা কি জানেন তাঁর নাম কি ছিল? তাঁর নাম ছিল ঔরঙ্গজেব, যিনি দেশের জন্য তাঁর জীবন বিসর্জন দেন। আমরা কী বলব? যে তিনি একজন মুসলমান ছিলেন, তাই তিনি আমাদের একজন নন। না, তিনি আমাদের দেশের জন্য, আমাদের মাতৃভূমির জন্য কেঁদে ছিলেন। যাঁরা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, তাঁরা আমাদেরই একজন, ধর্ম তাঁদের যাই হোক না কেন। সেটাই আমাদের হিন্দুত্ব। সেটাই আমাদের হিন্দুত্ব..."

নীচে ভিডিওটি দেখুন।

Full View

রাইফেলম্যান বা রাইফেলধারী সৈনিক ঔরঙ্গজেব জম্মু অ্যান্ড কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালের জুন মাসে যখন তাঁকে অপহরণ করা হয়, তখন শোপিয়ান-এ, ৪৪ রাষ্ট্রীয় রাইফেল-এর শাদিমার্গ ক্যাম্পে কর্মরত ছিলেন তিনি। ঔরঙ্গজেবের বুলেট-বিদ্ধ দেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্ত করা হয়। ঔরঙ্গজেবের মৃত্যু কাশ্মীর উপত্যকায় চাঞ্চল্য সৃষ্টি করে। তদন্তের পর রাষ্ট্রীয় রাইফেলস-এর তিনজন সৈনিক গ্রেফতার হন কারণ তাঁরা ঔরঙ্গজেবের গতিবিধি জঙ্গিদের জানিয়ে দিয়ে ছিলেন।

২৫ অগস্ট, ২০১৮ ঔরঙ্গজেবকে সূর্য চক্র প্রদান করা হয়। শান্তিকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য সেটি হল তৃতীয় সর্বোচ্চ সম্মান।

আরও পড়ুন: ১৭ বছরের অ্যালিজা কার্সনকে নাসা মঙ্গলে পাঠাচ্ছে? ফের ছড়াল ভুয়ো খবর

Tags:

Related Stories