বুম ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে এবং ২০২১ সালের ৮ জানুয়ারী জম্মু ও কাশ্মীরের স্থানীয় দৈনিক ডেলি এক্সেলসিওয়রের আপলোড করা ওই প্রতিবাদের একটি ভিডিও দেখতে পায়। সেখানে প্রতিবাদীদের যে সব ব্যানার হাতে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক সেই সব ব্যানারই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে।
ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, "কার্গিল: পাকিস্তানে হাজারে হত্যার বিরুদ্ধে বিপুল প্রতিবাদ"। সেখানে যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে যে, ১১ জন শিয়া হাজারে সম্প্রদায়ের মানুষের হত্যার বিরুদ্ধে কার্গিলে মিছিল করা হয়। আঞ্জুমান জামিয়ত উলামা ইসানা আশ্রিয়া কার্গিল লাদাখের (এজেইউআইএকে) ব্যানারে ওই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল ইসনা আশ্রিয়া স্কোয়ার থেকে শুরু হয়ে খোমেনি চক, লাল চক হয়ে আবার ইসনা আশ্রিয়া স্কোয়ারে ফিরে আসে। শত শত মানুষ এই মিছিলে অংশ নেন।
আমরা আরও কিওয়ার্ড সার্চ করে আঞ্জুমান জামিয়ত উলামা ইসানা আশ্রিয়া কার্গিল লাদাখের (এজেইউআইএকে) ইউটিউব চ্যানেলের আপলোড করা এই প্রতিবাদের পুরো ফুটেজ দেখতে পাই।
ওই ফুটেজের ৩ মিনিট ১৮ সেকেন্ডের পর আমরা ওই একই ক্লিপ দেখতে পাই।
এজেইউআইএকে তাদের ফেসবুক পেজে ওই প্রতিবাদ মিছিলের ছবি আপলোড করে এবং জানায় যে, হাজারা সম্প্রদায়ের ১১জন মানুষের হত্যার বিরুদ্ধে তাদের সংস্থা ওই সম্প্রদায়কে পূর্ণ সমর্থন জানাচ্ছে।ই