প্রযুক্তির সাহায্যে বদলে দেওয়া (Doctored Photo) রাহুল গাঁধীর (Rahul Gandhi) একটি ছবিতে তাঁকে বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখাচ্ছে। ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করে মিথ্যে দাবি করা হয়, রাহুল গাঁধীর এই চেহারা ভোটারদের (Voters) আকৃষ্ট করার জন্য কংগ্রেসের (Congress) নতুন প্রচেষ্টা।
বুম যাচাই করে দেখে, ছবিটি ডিজিটাল পদ্ধতিতে বদলে দেওয়া হয়েছে এবং তাঁর দাড়ি আরও সাদা, ও চুল লম্বা করে দেখানো হয়েছে। আসল ছবিতে রাহুল গান্ধীর মুখে অনেক কম দাড়ি দেখা গেছে এবং চুলও কম লম্বা।
২০২২ সালের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হওয়া সারা দেশ জুড়ে চলা কংগ্রেসের 'ভারত জোড়ো' পদযাত্রায় রাহুল গাঁধী এখন নেতৃত্ব দিচ্ছেন। এই পদযাত্রা জম্মু ও কাশ্মীরে গিয়ে শেষ হবে। কংগ্রেসের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ৫২ বছরের এই নেতার হাঁটার ভিডিও শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে রাহুলের হাঁটার গতি এবং ডন-বৈঠক দেখে তরুণরাও মুগ্ধ।
সির্ফ নিউজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক সুরজিৎ দাশগুপ্ত ছবিটি টুইট করে ক্যাপশন দিয়েছেন, "ওরা তাঁকে যুব প্রজন্মের একজন আদর্শ হিসাবে দেখানোর চেষ্টা করেছিল তাতে কাজ হয়নি। তারপর ওঁর পোষ্য পিদিকে দেখিয়ে নরম-সরম ভাবমূর্তি প্রতিষ্ঠার চেষ্টা হল। মানুষ পিদির ঝোল বানিয়ে দিল। ওরা বৃষ্টি দেখানোর চেষ্টা করল, সেই চেষ্টাও ধুয়ে মুছে গেল। এখন আবার বৃদ্ধ দেখানোর চেষ্টা করছে। এটাও যে সফল হবে না, তা অনুমান করার জন্য কোনও 'মার্ক্স' নেই।"টুইটটি দেখার জন্য ক্লিক করুন এখানে।
আইনজীবি দীপিকা পুষ্কর নাথও এই একই ভাইরাল হওয়া ছবি টুইট করেছেন।
টুইটটি দেখার জন্য ক্লিক করুন এখানে।
একাধিক দক্ষিণপন্থী ব্যক্তি এই একই ছবির এক পরিবর্তিত সংস্করণ শেয়ার করেছেন, যাতে রাহুল গান্ধীকে তাঁর বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক দেখাচ্ছে। এ রকম দুইটি পোস্ট দেখুন এখানে ও এখানে। সম্ভবতঃ কোনও অ্যাপ ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: দীপাবলির রাতে মহাকাশ থেকে তোলা ভারতের ছবি ? ভুয়ো দাবিতে ছড়াল অলঙ্করণ
তথ্য যাচাই
আসল ছবিটি খুঁজে বার করার জন্য বুম রিভার্স ইমেজ সার্চ করে দেখে যে, ২০২২ সালের ১৮ অক্টোবর কংগ্রেস দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ছবিটি শেয়ার করা হয়েছিল।
ছবিটির সঙ্গে হিন্দিতে লেখা যে ক্যাপশন দেওয়া হয়েছিল তার অনুবাদ করলে দাঁড়ায়, "যোদ্ধার মতো মন, সন্ন্যাসীর মতো হাসি। সারা ভারত আজ যাঁর পিছনে দাঁড়িয়েছে। ভারত জোড়ো যাত্রা।"
টুইটটি দেখার জন্য ক্লিক করুন এখানে।
আসল ছবিটি দেখলেই ভাইরাল হওয়া ছবির সঙ্গে তার ফারাক বোঝা যায়। আসল ছবিতে রাহুল গান্ধীর চুল অনেক ছোট এবং মুখে দাড়িও অনেক কম।
নীচে আসল এবং ভাইরাল ছুবির একটি তুলনা করা হল।
আরও পড়ুন: ব্রিটেনের ইস্কন মন্দিরে ঋষি সুনকের সফরের ভিডিওটি সাম্প্রতিক নয়