কানাডার (Canada) ওয়াটারলুতে প্রবাসী তামিলদের (Tamil) সাংস্কৃতিক সমিতির সৌজন্যে অনুষ্ঠিত পোঙ্গলের (Pongol) ভুরিভোজকে ভুয়ো দাবিতে ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডে সহ বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম ব্রিটিশ প্রধানমন্ত্রী (British PM) ঋষি সুনকের (Rishi Sunak) কর্মচ গত ১৫ জানুয়ারি পোঙ্গল উপলক্ষে ঢালাও মধ্যাহ্নভোজ অনুষ্ঠান বলে ভুয়ো খবর (fake news) প্রকাশ করেছে।
পোঙ্গল (যা থাই পোঙ্গল নামেও পরিচিত) ভারতীয় ও শ্রীলংকার তামিলদের ফসল ঘরে তোলার একটি হিন্দু ধর্মীয় পরব।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, যেন একটি বড় হলঘরে বসে অনেক পুলিশ সহ বহু লোক একসাথে পোঙ্গলের ভোজন সারছেন।
ভিডিওটি টুইটে ভাইরাল করে তার ক্যাপশন দেওয়া হয়েছে, “ব্রিটেনের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা একসঙ্গে পোঙ্গলের পংক্তিভোজন সারছেন। একটি স্বাগত পরিবর্তন!”
টুইটটি দেখুন এখানে। টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে একই টুইট ব্যবহার করেছে।
প্রতিবেদনটি আর্কাইভ করা আছে এখানে।
ইন্ডিয়া টুডে এবং লেটেস্টলি-ও এই একই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনটির আর্কাইভ করা আছে এখানে।
টাইমস নাউ, মানি কন্ট্রোল এবং ফ্রি প্রেস জার্নালও ওই একই ভিডিও ব্যবহার করেছে।
অনেকেই ফেসবুকেও এই ভিডিওটি শেয়ার করেছেন।
তথ্য যাচাই
বুম দেখে এই ভিডিওটি ব্রিটেনের ভিডিও নয়, বরং কানাডার ওয়াটারলু শহরের একটি অনুষ্ঠানের ছবি।
আমরা টুইটগুলি পরীক্ষা করতে গিয়ে চম্পক ভুঁইয়া নামে একজনের একটি পোস্ট পাই, যাতে বিবরণটির তথ্যগত সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
তাঁর বক্তব্য, “ঋষি সুনক-এর কোনও তামিল সংযোগ নেই। এটা কানাডার ওয়াটারলু শহরের ছবি। শহরের মেয়র ও পুলিশ প্রধানের জন্য সেখানে পোঙ্গল পরব অনুষ্ঠিত হয় তামিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে।” এর পরেই তামিল সাংস্কৃতিক অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ-এর একটি ভিডিও আপলোড করা হয়।
ওই ভিডিও থেকেই প্রমাণ হয়ে যায় যে, অনুষ্ঠানটি ব্রিটেনে নয়, হচ্ছে কানাডার ওয়াটারলুতে। পোস্টটিতে এ কথাও উল্লেখ করা হয় যে, অনুষ্ঠানে শহরের মেয়র, পুরপিতারা এবং পুলিশের কর্তাব্যক্তিরাও হাজির ছিলেন।
ফেসবুক-এর তরফে উৎসব উদযাপনের একটি পোস্টও ওই পেজ শেয়ার করে, যেটি দেখতে পারেন এখানে।
আমরা উপরন্তু কিচেনার শহরের মেয়র বেরি ব্রাভানোভিচ-এর শেয়ার করা একটি পোস্টও দেখেছি ওই অনুষ্ঠানের ছবি সহ। এই কিচেনার কানাডার ওন্টারিও প্রদেশে অবস্থিত ওয়াটারলুর যমজ শহর বলে গণ্য হয়।
তাঁর শেয়ার করা একটি টুইটে তাঁর নিজের ছবিও রয়েছে।
তাঁর পোস্ট করা ছবি এবং ভাইরাল হওয়া ভিডিওর ছবি পাশাপাশি রেখে তুলনা করা যায়।
আমরা তামিল সাংস্কৃতিক অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ করেছি, তাঁদের প্রতিক্রিয়া জানা গেলেই তদনুযায়ী এই প্রতিবেদন সংস্করণ করা হবে।