ভারতীয় জনতা পার্টির (BJP) নেত্রী শ্রেয়সী সিংহের (Shreyasi Singh) নাম করে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয় তিনি নাকি গাড়ির সামনের সিটে একটি ভোজপুরি গান (Bhojpuri Song) গাইছেন ও নাচছেন।
বুম দেখে এই ভিডিও আসলে বিজেপি নেত্রী শ্রেয়সী সিংয়ের নয়, এটি যামিনী সিংহ নামক একজন ভোজপুরি অভিনেত্রীর পুরনো ভিডিও।
শ্রেয়সী সিংহ একজন কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী শ্যুটার এবং ২০২০ সালের অক্টোবর মাসে বিজেপিতে যোগদান করেন। বিহারের জামুই কেন্দ্রের বিধায়ক তিনি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিগ্বিজয় সিংয়ের কন্যা। তাকে নিয়েই বিভ্রান্তিকর দাবিসহ এবার ভাইরাল হল একটি ভিডিও।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে বাংলায় ক্যাপশন হিসেবে লেখেন,"ইনি বিহারের বিজেপির জামুই বিধায়ক শ্রীশী সিং। মনে হচ্ছে শীঘ্রই তিনি রীনা ঠাকুর হতে চলেছেন।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
এই ধরণের একই দাবি সহ ভিডিওটির কিছু পোস্ট দেখা যাবে এখানে, এখানে এবং এখানে।
তথ্য যাচাই
বুম দেখে যে ভাইরাল ভিডিওটিতে উপস্থিত মহিলা হলেন ভোজপুরি অভিনেত্রী যামিনী সিংহের, বিজেপি বিধায়ক শ্রেয়সী সিংহ নন যেমনটা সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে।
আমরা বিজেপি বিধায়ক শ্রেয়সী সিংহ সংক্রান্ত একটি কিওয়ার্ড সার্চ করায় হিন্দি সংবাদমাধ্যম প্রভাত খবরের একটি প্রতিবেদন খুঁজে পাই যেখানে বলা হয় ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া মহিলা আসলে বিধায়ক শ্রেয়সী নন, তিনি হলেন একজন ভোজপুরি অভিনেত্রী।
এই প্রতিবেদনে বলা হয় ভিডিওতে দেখতে পাওয়া অভিনেত্রী হলেন যামিনী সিংহ এবং ওই ভিডিও যেখানে তাকে গাড়িতে একটি ভোজপুরি গানে নাচতে দেখা যায় তা তারই একজন ভক্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন।
প্রতিবেদনে বিধায়ক শ্রেয়সী সিংহের একটি বিবৃতিও দেখা যায় যেখানে তিনি বলেন,"আমি নিজের দায়িত্ব এবং কাজের প্রতি সবসময় সচেতন। এইসব বিষয়ের সাথে আমার কোনও যোগ নেই। সোশ্যাল মিডিয়া এবং সেই ওয়েবসাইটগুলিকে নিষিদ্ধ করে দেওয়া উচিত যারা এই ধরণের বিভ্রান্তিকর ভিডিও ছড়ায়। এছাড়াও এইধরণের কাজের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া পুলিশের দায়িত্ব।"
৬ জানুয়ারি ২০২৩ তারিখের একটি ভিডিও প্রতিবেদনেও আমরা বিষয়টির উল্লেখ খুঁজে পাই যেখানে বলা হয় এটি আসলে ভোজপুরি অভিনেত্রী যামিনী সিংহের ভিডিও এবং এবিষয়ে বিহারের পুলিশ তদন্ত করছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
এই ভাইরাল ভিডিওর অংশগুলি রিভার্স সার্চ করায় আমরা ২০২২ সালের নভেম্বর মাসের কিছু ইনস্টাগ্রাম পোস্ট খুঁজে পাই যেখানে অভিনেত্রী যামিনী সিংহকে নাচতে দেখা যায় এবং প্রেক্ষাপটে ভোজপুরি গান বাজতে শোনা যায়। এই ইনস্টাগ্রাম পোস্টে যামিনী সিংহের নিজস্ব প্রোফাইল থেকে একটি কমেন্টও লক্ষ্য করা যায়।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
এরপর আমরা যামিনী সিংহের ইনস্টাগ্রাম প্রোফাইলে তার পোস্ট করা একটি ভিডিওতে ভোজপুরি গানে তাকে ৪ জন ব্যক্তির সাথে নাচ করতে দেখি। এই পোস্টে তিনি 'Pankajbihari789' নামক ব্যক্তিকে ট্যাগ করেন যিনি ভাইরাল ভিডিওটি একই দিক থেকে তোলেন। এটি নিচে দেখা যাবে এবং এর থেকে স্পষ্ট বোঝা যায় ভাইরাল ভিডিওতে উপস্থিত ব্যক্তিটি অভিনেত্রী যামিনী, বিধায়ক শ্রেয়সী নয়।