নিয়ন্ত্রিত বিনির্মাণের (Controlled Demolition) মাধ্যমে একটি মিনার ভেঙে ফেলার পুরনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে চিনের (China) সরকার মসজিদ ভেঙ্গে ফেলছে।
বুম যাচাই করে দেখে ভিডিওটি তুরস্কের আদানা শহরের যেখানে ফেব্রুয়ারি ২০২৩ এ ভূমিকম্পের ফলে আকসা মসজিদ ক্ষতিগ্রস্ত হলে নিয়ন্ত্রিত বিনির্মাণের দ্বারা ভাঙা হয়।
তিন সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ব্যাকহো লোডার দ্বারা একটি মিনার ভেঙে ফেলা হচ্ছে। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে তোর ক্যাপশনে লেখা হচ্ছে, “কমিউনিষ্ট আদর্শকে সামনে রেখেই চিনে ভাঙা হচ্ছে মসজিদ... চিনের এই পদক্ষেপকে জানাই লাল সালাম”
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটি কে মূল ফ্রেমে ভেঙে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে একজন এক্স (X) ব্যবহারকারীর পোস্ট লক্ষ্য করে যেখানে ভাইরাল ভিডিওটির স্ক্রিনশট ব্যবহার করা একটি প্রতিবেদনের ছবি পোস্ট করা হয়। প্রতিবেদনটিতে লেখা রয়েছে, “আদানাতে হওয়া উচ্ছেদ বিপর্যয় পরিণত হয়, সেখানে মানুষরা আহত।”
এইটিকে সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করলে আমরা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখতে পায় যেখানে বলা রয়েছে তুরস্কে ২০২৩ ভূমিকম্পের পর একটি মসজিদের মিনার ক্ষতিগ্রস্ত হলে সেটিকে নিয়ন্ত্রিত বিনির্মাণের মাধ্যমে ভেঙে ফেলা হয়।
তুরস্কের সংবাদমাধ্যম আইকিরি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ এই ঘটনাটি খবর করে এবং ওই একই ভিডিও পোস্ট করে। ভিডিওটির ক্যাপশন অনুবাদ হল, “ভূমিকম্পের পরে ক্ষতিগ্রস্ত মিনারটির জন্য একটি "নিয়ন্ত্রিত ধ্বংস" করার চেষ্টা করা হয়েছিল। ভাঙনের তদারকিকারী কর্মকর্তা আহত হয়েছেন।”
আমরা গেজেট ওকসিজেনের একটি প্রতিবেদন খুঁজে পাই যেখানে এই নিয়ন্ত্রিত বিনির্মাণের ঘটনাটি খবর করা হয়। প্রতিবেদনে তারা ঐ বিনির্মাণের অন্য আরেকটি ভিডিও প্রকাশ করে। ওই প্রতিবেদনে শিরোনাম অনুবাদটি হল, “আদানাতে নিয়ন্ত্রিত বিনির্মাণের সময় মিনারটি একটি ঘরের উপর ভেঙে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়।”