গুজরাতের বাহরুচে জলমগ্ন রাস্তায় একজন ইউটিউব ব্যবহারকারীর নাচের (Dancing) ভিডিও মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ঘটনা বলে শেয়ার করা হচ্ছে। একই ভিডিও আবার রাজস্থানের শ্রী গঙ্গানগরের (Sri Ganganagar) দৃশ্য বলেও শেয়ার করা হচ্ছে।
বুম দেখে, গুজরাতের ভরুচ শহরের ইউটিউব ব্যবহারকারী নরেশ সন্দর্ভ, তার নাচের ভিডিও সাজিয়ে নিয়ে তোলেন। একটি রিল ভিডিও হিসেবে সন্দর্ভ সেটি ইনস্টাগ্রাম ও ইউটিউবে আপলোড করেন।
ভিডিওটিতে, সম্ভবত একটি অটোরিক্সা থেকে নেমে, সন্দর্ভকে বলিউডের গান "ছম ছম ছমাছম"-এর তালে তালে নাচতে দেখা যায়।
ভিডিওটি হিন্দি ক্যাপশন সহ ফেসবুকে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, "পরপর দু'দিন, শ্রী গঙ্গানগরে, শ্রাবনের ধারায় ইন্দ্র দেব শহরটিকে সজীব করে তোলায়, একজন অটোরিক্সা চালক, ইন্দ্র দেবকে প্রসন্ন করতে ও তাঁর আনন্দ ব্যক্ত করার জন্য, জলমগ্ন রাস্তায় নাচতে থাকেন।"
ভিডিওটি এখানে দেখুন।
(হিন্দিতে মূল ক্যাপশন: श्रीगंगानगर में आज़ लगातार दूसरे दिन इंद्र देवता ने सावन की बौछारों से शहर को तरोताजा करने पर आटोरिक्शा चालक रोड पर इंद्रदेव को प्रशन्न करने के लिए पानी से लबालब भरी सड़क पर ही रियलिटी डांस कर खुशी जाहिर की..)
একই দাবি সমেত টাইমস অফ ইন্ডিয়া ও টাইমস নাও ভিডিওটি শেয়ার করেছে
টাইমস অফ ইন্ডিয়া ও টাইমস নাও-এর অফিসিয়াল ইউটউব চ্যানেল ভিডিওটি মধ্যপ্রদেশের ভোপালের ঘটনা বলে শেয়ার করে।
ঝাড়খণ্ড যুব কংগ্রেসের যাচাই করা ফেসবুক পেজ থেকেও ভিডিওটিকে ভোপালের ঘটনা বলে শেয়ার করা হয়।
তথ্য যাচাই
কি-ওয়ার্ড দিয়ে সার্চ করে বুম দেখে, ১৬ জুলাই ২০২২-এ, ভাইবস অফ ইন্ডিয়া-তে একটি লেখা প্রকাশ করা হয়। তাতে বলা হয়, "ভারী বৃষ্টির ফলে, তাঁর অটোরিক্সা জলে আটকে গেলে, বাহরুচের এক অটো চালক নাচতে শুরু করেন।"
লেখাটিতে, ভিডিওর ওই ব্যক্তিকে গুজরাতের ভরুচ জেলার বাসিন্দা নরেশ সন্দর্ভ হিসেবে শনাক্ত করা হয়। লেখাটি আর্কাইভ করা আছে এখানে।
এরপর আমরা কি-ওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ করি। তার ফলে, 'নরেশ সন্দর্ভ ৭২' নামের একটি ইউটিউব চ্যানেল আমাদের সামনে আসে।
'ইউটিউব শর্টস' হিসেবে, সন্দর্ভ তাঁর ওই ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন। ভিডিওটি সন্দর্ভর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'রিল' হিসেবে পোস্ট করা হয়।
এছাড়া ভিডিওটির একটি প্রধান ফ্রেমে আমরা "শাহ পাবলিসিটি"র হোর্ডিং দেখতে পাই। শাহ পাবলিসিটি হল গুজরাতের আউটডোর বিজ্ঞাপনের একটি সংস্থা।
এরপর বুম সন্দর্ভর সঙ্গে যোগাযোগ করলে তিনি বুমকে বলেন, ভিডিওটিতে তাঁকেই দেখা যাচ্ছে এবং সেটি গুজরাতের বাহরুচ শহরে তোলা হয়।
আরও পড়ুন: বিজয়ন ও লুলু গোষ্ঠীর প্রধানের গাড়ির চালক? না, আমিরশাহির মন্ত্রী