একটি কালো-সাদা ছবিতে মহাত্মা গাঁধীকে (Mahatma Gandhi) এক মহিলার সঙ্গে হাসতে দেখা যাচ্ছে। কিন্তু ছবিটি সম্পাদনা করা ও ভুয়ো।
বুম দেখে, আসল ছবিটি তোলা হয় ১৯৪৬ সালে। এবং সেটিতে গাঁধীকে জওহরলাল নেহরুর সঙ্গে বসে হাসতে দেখা যাচ্ছে।
গাঁধী জয়ন্তীর (২ অক্টোবর) পরিপ্রেক্ষিতে ছবিটি শেয়ার করা হচ্ছে।
শেয়ার-করা ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "ব্রিটিশদের বিরুদ্ধে গাঁধীর সংগ্রামের বিরল ছবি।" তারপর হ্যাসট্যাগ দিয়ে লেখা হয়েছে '#নাথুরাম গডসে জিন্দাবাদ'। নাথুরাম গডসে গাঁধীকে হত্যা করেছিলেন।
দেখার জন্য এখানে ক্লিক করুন।
টুইটারে ভাইরাল
ফোটোশপের সাহায্যে তৈরি ছবিটি টুইটারেও ব্যাপক ভাবে টুইট করা হচ্ছে।
আরও পড়ুন: মহাত্মা গাঁধীর ছবির তুলনায় অরবিন্দ কেজরিওয়ালের বড় ছবি বিজ্ঞাপনটি ভুয়ো
তথ্য যাচাই
বুম দেখে, আসল ছবিটি অ্যাসোসিয়েটেড প্রেস ১৯৪৬ সালে তুলেছিল। তাতে মহাত্মা গাঁধীকে জওহরলাল নেহরুর সঙ্গে হাসতে দেখা যায়।
২০১৯ সালের অক্টোবর মাসে, 'বুম-হিন্দি' এই ফোটোশপে তৈরি ছবিটিকে ভুয়ো প্রমাণ করে। ২০১৯ সালে গাঁধী জয়ন্তীর আগেও সেটি শেয়ার করা হচ্ছিল।
গুগুলে রিভার্স সার্চ করলে দেখা যায়, আসল ছবিটি অ্যাসোসিয়েটেড প্রেস ১৯৪৬ সালের জুলাই মাসে তুলেছিল। তাতে গাঁধীকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে দেখা যাচ্ছে।
ছবিটির ক্যাপশনে বলা হয়, "৬ জুলাই ১৯৪৬, বম্বেতে অনুষ্ঠিত সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিটিংয়ে, চশমাপরিহিত মহাত্মা গাঁধী, যাঁর নেতৃত্বে ভারতের স্বাধীনতা অর্জন করে, তাঁকে ভারতের হবু প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে হাসতে দেখা যাচ্ছে..."
দু'টি ছবির তুলনা