একটি হিন্দি (Hindi) নিউজ চ্যানেলের পুরনো গ্রাফিকের স্ক্রিনশট মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে। ২০২০ সালের অক্টোবর তৈরি ওই গ্রাফিকে বহুজন সমাজ পার্টির সভানেত্রী মায়াবতী একটি বিবৃতি তুলে ধরা হয়, যাতে উনি "প্রয়োজন হলে বিজেপিকে সমর্থন" করার কথা বলেন। কিন্তু ওই বিবৃতি এখন মিথ্যো দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে, উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল গেরুয়া শিবিরকে সমর্থন করবে।
বুম দেখে, অক্টোবর ২০২০-তে, উত্তরপ্রদেশে বিধান পরিষদ (বিধানসভার উচ্চ কক্ষ) নির্বাচনের আগে মায়াবতী ওই মন্তব্য করেছিলেন। সেই সময় মায়াবতী বলেন যে, সমাজবাদী পার্টির প্রার্থীকে হারাতে, তাঁর দল বিজেপির মতো বিরোধী দলকেও সমর্থন করতে রাজি। বহুজন সমাজ পার্টির নেতারা সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন, এমন এক জল্পনা চলাকালে মায়াবতী ওই মন্তব্য করেন। পরে, নভেম্বর ২০২০-তে, মায়াবতী স্পষ্ট করেন যে, মতাদর্শগত পার্থক্য থাকার করণে, তাঁর দল বিজেপির সঙ্গে হাত মেলাবে না। উত্তরপ্রদেশে, ১০ ফেব্রুয়ারি ২০২২ থেকে ৭ দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। শেষ হবে ৭ মার্চ ২০২২-এ। ফলাফর ঘোষণা করা হবে ১০ মার্চ ২০২২-এ।
ভাইরাল গ্রাফিকটিতে লেখা আছে: "প্রয়োজনে বিজেপি-কে সমর্থন করব: মায়াবতী" (बीजेपी को सपोर्ट करना पड़ा तो करेंगे : मायावती), তার নীচে লেখা "বিএসপি'র বিক্ষুব্ধ এমএলএসএস (BSP के बागी विधायक)।"
দেখার জন্য এখানে ক্লিক করুন।
গ্রাফিকটি মিথ্যে দাবি সমেত ফেসবুকেও ব্যাপক ভাবে শেয়ার করা হচ্ছে।
বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনেও (৭৭০০৯০৬৫৮৮) আসে সেটি।
আরও পড়ুন: ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন ঘিরে বিভ্রান্তিকর খবর
তথ্য যাচাই
বুম দেখে, গ্রাফিকটি অক্টোবর ২০২০ সালের। উত্তরপ্রদেশে বিধান পরিষদের নির্বাচনের আগে মায়াবতী ওই মন্তব্য করেছিলেন। সেই সময় মনে করা হচ্ছিল যে, কিছু বহুজন সমাজ পার্টি নেতা সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন। সেই জল্পনার পরিপ্রেক্ষিতে মায়াবতী বলেছিলেন, সমাজবাদী পার্টিকে হারাতে বিজেপি সহ যেকোনও বিরোধী দলকে তাঁর পার্টি সমর্থন করতে প্রস্তুত।
আমরা প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে সার্চ করি। তার ফলে দেখা যায় যে, একই স্ক্রিনশট ফেসবুকে ২৯ অক্টোবর পোস্ট করা হয়েছিল। তাতে চ্যানেলটির নাম লেখা ছিল 'জি উত্তরপ্রদেশ উত্তরাখন্ড'।
দেখার জন্য এখানে ক্লিক করুন।
সেটিকে সূত্র ধরে, আমরা আসল সম্প্রচারটি খুঁজে পাই। সেই সঙ্গে ২৯ অক্টোবর, ২০২০ ফেসবুকে জি ইউপি উত্তরাখন্ড'এর করা লাইভ স্ট্রিমও দেখতে পাই। তাতে মায়াবতীর সাংবাদিক সম্মেলন সরাসরি দেখানো হয়। ১৪ মিনিটের মাথায়, ওই একই গ্রাফিকটি দেখতে পাই যেটি এখন ভাইরাল হয়েছে।
দেখার জন্য এখানে ক্লিক করুন।
মায়াবতীর ওই বিবৃতির ওপর আমরা কিছু সংবাদ প্রতিবেদনও দেখতে পাই। সংবাদ সংস্থা এএনআই মায়াবতীর ওই বিবৃতির একটি ক্লিপ টুইট করেছিল।
কিছুদিন পর, ২০ নভেম্বর, ২০২০ বিএসপি প্রধান মায়াবতী বলেন যে, বিজেপির সঙ্গে তাঁর দল বিএসপি হাত মেলাবে না। উনি আরও বলেন যেমন উনি রাজনীতি ছেড়ে দেবন, কিন্তু মতাদর্শগত পার্থক্যের কারণে, গেরুয়া পার্টিকে কিছুতেই সমর্থন করবেন না।
মায়াবতীর একই বিবৃতি সমেত একটি খবরের কাগজের ক্লিপিং বুম-হিন্দি আগেই খন্ডন করেছিল। সেটি ডিসেম্বর ২০২১ উত্তরপ্রদেশে আগামী মাসের আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে শেয়ার করা হচ্ছিল।
আরও পড়ুন: ২০০৮ সালের জাপানি মডেলের ছবি ছড়াল ভারতে নির্যাতিতা মুসলিম তরুণী বলে