Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

মুম্বই তারদেও অগ্নিকান্ড: এক ব্যক্তির মরণঝাঁপে মৃত্যুর ভিডিও ফের ছড়াল

ভাইরাল ভিডিওটি ২০২১ সালের অক্টোবর মাসে মুম্বইয়ের কারি রোডে একটি বহুতল বাড়িতে আগুন লাগলে ওই ব্যক্তি লাফ দিয়ে মারা যান।

By - Anmol Alphonso | 23 Jan 2022 4:01 PM IST

২০২১ সালের অক্টোবর মাসে তোলা একটি বিচলিত করার মতো ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি জানলা থেকে ঝুলে আছেন ও পরমুহূর্তে নীচে পড়ে যান। মুম্বইয়ের (Mumbai) কারি রোডে একটি বহুতল বাড়িতে আগুন (fire) লাগলে, ওই ব্যক্তি বাঁচার তাগিতে ঝাঁপ দেন। কিন্তু সেই ভিডিও এখন এই বলে শেয়ার করা হচ্ছে যে, শনিবার, মুম্বইয়ের তারদেওতে (Tardeo) কমলা বিল্ডিংয়ে (kamala building) আগুন লাগলে ওই ঘটনা ঘটে।

১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক বহুতল বাড়িতে আগুন লেগে গেলে, এক ব্যক্তি বাঁচার চেষ্টায় জানলা থেকে ঝুলে আছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নীচে পড়ে মারা যান উনি।

শনিবার সকালে, মধ্য মুম্বইয়ের তারদেও অঞ্চলে, একটি বহুতল আবাসনের ১৮ তলায় বড় ধরনের আগুন লাগলে, অন্ততপক্ষে ছ'জন মারা যান। (পড়ুন এখানে

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, "মুম্বইয়ে ভাটিয়া হাসপাতালের কাছে কমলা বিল্ডিংয়ে বড় ধরনের আগুন।#বিএমসি #তারদেও #ভাটিয়া হাসপা #মুম্বাই #মুম্বাইফায়ার।"

বিচলিত করার মতো বলে, বুম ভিডিওটি এখানে দেয়নি।

টুইটটি আর্কাইভ করা আছে এখানে

ওই একই ভিডিও, একই দাবি সমেত ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।

ভিডিওটি দেখুন এখানে

ফেসবুক পেজ রোজানা স্পোকসম্যান তাঁদের ফেসবুক লাইভেও ভিডিওটি সম্প্রতিক দাবি করে দেখায়।

তথ্য যাচাই

বুম দেখে, ভাইরাল ভিডিওটি ২০২১ সালের অক্টোবর মাসে তোলা হয়, যখন মুম্বইয়ের কারি রোডে একটি ৬১-তলা আবাসনে বড় ধরনের আগুন লাগলে, এক ব্যক্তি বাঁচার আমরণ চেষ্টা করলে, নীচে পড়ে মারা যান।

ভাইরাল ভিডিওটির ওপর কয়েকটি মন্তব্যে ভিডিওটিকে পুরনো বলেছেন অনেকে। ২২ জানুয়ারি ২০২২, মুম্বইয়ের তারদেওতে একটি বাড়ির ১৮ তলায় আগুন লাগার সঙ্গে সেটির কোনও সম্পর্ক নেই।

প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে, মধ্য মুম্বইয়ে, ২২ অক্টোবর, ২০২১ একটি ৬১ তলা আবাসনে আগুন লাগা সম্পর্কে কয়েকটি সংবাদ প্রতিবেদন আমাদের নজরে আসে। ওই ঘটনার ওপর ভাইরাল হওয়া একটি ভিডিওতে, আগুন থেকে বাঁচার জন্য এক ব্যক্তিকে জানলা থেকে ঝুলে থাকতে দেখা যায়। এবং একটু পরেই তিনি নীচে পড়ে যান। পরে ওই ব্যক্তিকে অরুণ তিওয়ারি, ৩০ বলে শনাক্ত করা হয়। নীচে পড়ে আঘাত লাগার ফলে উনি মারা যান।

ওই ঘটনার ওপর সংবাদ প্রতিবেদনেও আমরা একই দৃশ্য দেখতে পাই।

Tags:

Related Stories