Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিরাট কোহালির সঙ্গে তাঁর মেয়ে দাবিতে একই দেখতে ব্যক্তির ছবি ভাইরাল

বুম জানতে পারে বিরাট কোহালির মতো দেখতে ওই ব্যক্তির নাম সুশোভন লাহিড়ী। তিনি তাঁর ভাগ্নির সঙ্গে ছবি তুলেছিলেন।

By - Anmol Alphonso | 7 Dec 2021 4:54 PM IST

ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহালির (Virat Kohli) মতো দেখতে এক ব্যক্তির সঙ্গে এক শিশু কন্যার ছবি এই বলে ভাইরাল হয়েছে যে, সেগুলিতে কোহালি ও তাঁর মেয়েকে দেখা যাচ্ছে। এবং কোহলির মেয়ের মুখ এই প্রথম জনসাধারণকে একটি ছবির মাধ্যমে দেখানো হল।

২০২১ সালের মে মাসে 'আস্ক মি এনিথিং' (আমায় যে কোনও প্রশ্ন করতে পারেন) নামে এক অনুষ্ঠানে কোহালি জানান যে, তিনি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা স্থির করেছেন, তাঁদের মেয়ে যতদিন না সোশাল মিডিয়া কী তা বুঝতে পারছে ও নিজে সিদ্ধান্ত নিতে পারছে, ততদিন তাঁরা তাঁদের মেয়েকে সোশাল মিডিয়ায় দেখাবেন না। কোহালি ও শর্মা আগে তাঁদের সদ্যজাত মেয়ের ছবি ইনস্টাগ্র্যামে পোস্ট করেছিলেন কিন্তু সেগুলিতে বাচ্চার মুখ দেখানো হয়নি।

ওই দম্পতি ও তাঁদের ১০ মাসের মেয়েকে ট্রোল ও অনলাইন গালিগালাজের নিশানা করা হয়। নভেম্বরে, পুরুষদের টি২০ বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের কাছে ভারত হেরে গেলে, হায়দ্রাবাদের এক ২৩ বছরের যুবক টুইটারে কোহালির মেয়েকে ধর্ষণ করার হুমকি দেয়। মুম্বাই পুলিশ তাকে পরে গ্রেফতার করে।

বুম অনুসন্ধান করে দেখে, যে টুইটার অ্যাকাউন্ট থেকে ও হুমকি দেওয়া হয়, সেটি ছিল এক দক্ষিণপন্থী তেলুগুভাষী ভারতীয়র।

আরও পড়ুন: বিরাট কোহালির কন্যাকে ধর্ষণের হুমকি ভারত থেকে, পাকিস্তানি ব্যক্তি নয়

ছবির সেটটি ক্যাপশন সহ শেয়ার করা হচ্ছে, "অবশেষে, #বিরাট কোহালির মেয়ে ভামিকা কোহালির মুখ প্রকাশিত হয়েছে"।


দেখার জন্য এখানে ক্লিক করুন।


তথ্য যাচাই 

বুম দেখে ছবিগুলি বিরাট কোহালির নয়। সেগুলি তাঁরই মতো দেখতে এক ব্যক্তির। পশ্চিমবঙ্গের বাসিন্দা সুশোভন লাহিড়ী নামে এক ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে নেওয়া হয় ছবিগুলি। লাহিড়ীকে বিরাট কোহালির মত দেখতে। এবং তিনি তাঁর ভাগ্নির সঙ্গে ছবি তুলে ছিলেন।

আমরা একটি পোস্ট দেখতে পাই যেটিতে সুশোভন লাহিড়ীর করা ফেসবুক পোস্টটি শেয়ার করা হয়। লাহিড়ীর পোস্টে ভাইরাল ছবিটি ছিল। তাঁর প্রোফাইল থেকে আমরা জানতে পারি ২০২১ সালের ৪ মে উনি ওই পোস্টটি করেন। ছবিটির ক্যাপশনে লেখা হয়, "মামা ভাত"।


'মামা ভাত' হল বাঙালিদের একটি অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে মামা বা দাদু (মায়ের বাবা) একটি শিশুকে প্রথমবার ভাত খাওয়ায়। এই অনুষ্ঠানকে 'অন্নপ্রাশন'ও বলা হয়।

২০২০ সালের ১৬ নভেম্বর সুশোভন লাহিড়ী অন্যান্য পারিবারিক ছবির একটি কোলাজও পোস্ট করেন। শিশু কন্যাকে ওই ছবিগুলিতেও দেখা যায়। ২০২১ সালের জানুয়ারি মাসে বিরাট কোহালি ও অনুষ্কা শর্মার বাচ্চার জন্ম হয়। কিন্তু এই ছবিগুলি তার অনেক আগের।


ভাইরাল ছবির সেটটি সম্পর্কে 'ইন্ডিয়া টুডে' লাহিড়ীর কাছে জানতে চায়। উনি বলেন, তাঁর ভাগ্নির সঙ্গে তাঁকেই দেখা যাচ্ছে ছবিতে। তাঁর বক্তব্য জানতে চেয়ে, বুম লাহিড়ীর সঙ্গে যোগাযোগ করেছে। তাঁর প্রতিক্রিয়া জানা গেলে এই প্রতিবেদন আপডেট করা হবে।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে স্কুলের ভাঙা ছাদের ছবি গুজরাতের বলে ছড়ানো হল

Tags:

Related Stories