সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের ঘটনার সাথে জুড়ে এক ব্যক্তির টিভি ভেঙে ফেলার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করেন নেটিজেনদের অনেকে দাবি করে ভারতের কাছে পাকিস্তানের (Pakistan) পরাজয়ের পর এভাবেই একজন পাকিস্তান সমর্থক নিজের টিভি ভেঙে ফেলছেন।
বুম যাচাই করে দেখে পুরনো এই ভিডিওর সাথে সাম্প্রতিক ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচের কোনো যোগাযোগ নেই। এই ভিডিওতে আদতে একজন মেক্সিকো ফুটবল সমর্থককে দেখতে পাওয়া যায় যিনি মেক্সিকো ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ থেকে বাদ পড়ে গেলে টিভি ভেঙে ফেলার চেষ্টা করেন।
ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে এবছরের ১৪ অক্টোবর ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪২.৫ ওভারে পাকিস্তান ১৯১ রান করলেও ভারতীয় দলের খেলোয়াড়রা মাত্র তিনটি উইকেট হারিয়ে খুব সহজেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছতে সক্ষম হয়। এরই প্রেক্ষিতে পাকিস্তান সমর্থকের টিভি ভেঙে ফেলার দাবি করে সমাজ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও।
একজন ব্যবহারকারী এই ভিডিও ফেসবুকে পোস্ট করে লেখেন, "আজ টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল তখন একজন পাকিস্তানী ভক্ত তার টিভি ভেঙে ফেলেন।"
ভিডিওটির আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম দেখে এই ভিডিওটি ডিসেম্বর ২০২২ সালের যখন একজন মেক্সিকোর ফুটবল দলের সমর্থক কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে তার টিমের পরাজয়ের পরে নিজের টিভি ভেঙে ফেলেন।
আমরা 'ফ্যান টিভি ভাঙা' জাতীয় কিছু কিওয়ার্ড দিয়ে যখন গুগলে সার্চ করে ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন খুঁজে পাই যেখানে টিভি ভাঙার এই ভিডিও উপস্থিত রয়েছে। ওই প্রতিবেদনগুলি থেকে জানা যায়, ২৭ নভেম্বর ২০২২ তারিখে মেক্সিকো ২-০ ব্যবধানে আর্জেন্টিনার কাছে গ্রূপ স্টেজে হেরে যায় যার সাথে তাদের বিশ্বকাপের সফরও শেষ হয়। তারপরেই ঘটে এই টিভি ভাঙার ঘটনা।
বার্সটুল স্পোর্টস নামক মার্কিন ক্রীড়া সংবাদমাধ্যমও তাদের এক্স প্রোফাইলে ভিডিওটি পোস্ট করে এক ব্লগের মাধ্যমে যার লিংক এখানে দেখা যাবে।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সেই সময় স্প্যানিশ ক্যাপশন সহ ভাইরাল হয়।
এছাড়াও টিভি ভাঙতে দেখতে পাওয়া ব্যক্তিটির পোশাকের সাথে আমরা মেক্সিকোর ফুটবল টিমের জার্সির একটি তুলনা করি যার থেকে বোঝা যাচ্ছে এই দুটি পোশাকের মধ্যে মিল রয়েছে। নিচে সেই তুলনা দেখতে পাওয়া যাবে।
বুম স্বাধীনভাবে এই ঘটনার প্রেক্ষাপটের তদন্ত করতে পারেনি। তবে আমরা নিশ্চিত হতে পারি যে এই ভিডিওর সাথে সাম্প্রতিক ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া ক্রিকেট বিশ্বকাপে খেলার কোনো সম্পর্ক নেই।