Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভুয়ো দাবিতে মহড়া ভিডিও ছড়াল ফরিদাবাদ মেট্রো স্টেশনে জঙ্গি ধৃত বলে

বুম ফরিদাবাদ মেট্রো পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারে এই ধরণের নকল মহড়া আসলে সিআইএসএফের রুটিন অনুশীলন।

By -  Anmol Alphonso | By -  Runjay Kumar |

4 July 2022 5:32 PM IST

হরিয়ানার ফরিদাবাদে এনএইচপিসি মেট্রো স্টেশনে একটি নকল কুচকাওয়াজের মহড়ার (Mock Drill) ভিডিও ভাইরাল করে দাবি করা হচ্ছে এটি সেখানে এক সন্ত্রাসবাদীকে পাকড়াও করার দৃশ্য।

বুম ফরিদাবাদ মেট্রো পুলিশের সঙ্গে কথা বলে জেনেছে, ব্যাপারটা সেরকম কিছু নয়, ঘটনাটা আসলে এটা সিআইএসএফ-এর একটা নকল মহড়া, যা তারা নিয়মিতই করে থাকে।

২৬ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মেট্রো স্টেশনে এক ব্যক্তিকে পুলিশ চারপাশ থেকে ঘিরে ফেলেছে এবং সে হাঁটু মুড়ে বসে শূন্যে হাত তুলে রয়েছে।

ভিডিও রেকর্ড হওয়ার সময়েই নেপথ্যে এক মহিলার কণ্ঠে শোনা যাচ্ছে, 'গত কয়েকদিন ধরেই ফরিদাবাদে সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপের বাড়বাড়ন্তের কথা ঘোষণা করা হচ্ছে'।

ভিডিওটির হিন্দি ক্যাপশনের অনুবাদ করলে দাঁড়ায়, "ফরিদাবাদ মেট্রোয় ধরা পড়লো জঙ্গি!"

(হিন্দিতে ক্যাপশন: फरीदाबाद मेट्रो मे पकड़ा गया आतंकवादी)


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

ওই একই ভুয়ো ভিডিও ভুয়ো দাবি সহ ফেসবুকেও ভাইরাল হয়েছে।


আরও পড়ুন: উদয়পুরে দর্জি খুনের ঘটনায় সম্পর্কহীন পুরনো ছবি বিভ্রান্তি সহ ছড়াল

তথ্য যাচাই

বুম দেখে ভিডিওটি হরিয়ানার ফরিদাবাদ মেট্রো স্টেশনে হওয়া একটি নকল মহড়ার, যা সিআইএসএফ নিয়মিত করে থাকে। অনুসন্ধান চালিয়ে আমরা ২৬ জুন, ২০২২ হরিয়ানা পুলিশের একটি জবাবি টুইটের খোঁজ পাই, যাতে স্পষ্ট জানানো হয় যে, এটি একটি নকল মহড়াl এর পরেই যে টুইটে ভিডিওটিকে জঙ্গি ধরার ছবি বলে দাবি করা হয়েছিল, সেটি মুছে দেওয়া হয়।

ফরিদাবাদ পুলিশের জবাবি টুইটে ওই নকল মহড়ার বিষয়টি পুনরুচ্চারণ করে বলা হয়, "খামোখা গুজব ছড়াবেন না, সত্য কী সেটা জানুন।"

এই টুইটটি দেখার পরেই আমরা ফরিদাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের তরফে আমাদের জানানো হয় যে, এটা নকল মহড়ার ভিডিও সত্যিকারের কোনও জঙ্গি পাকড়াও করার দৃশ্য মোটেই নয়।

আমরা ফরিদাবাদ মেট্রো পুলিশের স্টেশন হাউস অফিসার মদন গোপাল-এর সঙ্গেও কথা বলি। তিনি আমাদের জানান—"সোশাল মিডিয়া পোস্টে ভুয়ো দাবি করা হচ্ছে। দিল্লি মেট্রোর মোতায়েন করা সিআইএসএফ জওয়ানরা ফরিদাবাদের এনএইচপিসি মেট্রো স্টেশনে যে নকল মহড়া দিচ্ছে, এটা তারই দৃশ্য। এ ধরনের মহড়া কার্যত একটি রুটিন, নিয়মিতই অনুষ্ঠিত হয়ে থাকেl মেট্রো রেলের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এটা নিয়ম করে করা হয়।"  

আরও পড়ুন: ভুয়ো দাবি: মুসলমান শিশুদের হাসপাতালে জন্মের হার অন্য ধর্মের চেয়ে বেশি

Tags:

Related Stories