Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

রণবীর আলাহাবাদিয়ার কান্নার পুরনো ভিডিও সাম্প্রতিক দাবিতে ভাইরাল

বুম দেখে ২০২১ সালে আলাহাবাদিয়া ভিডিওটি পোস্ট করেছিলেন যেখানে তাকে কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর কাঁদতে দেখা যায়।

By -  Anmol Alphonso |

14 Feb 2025 3:57 PM IST

সম্প্রতি পডকাস্টার রণবীর আলাহাবাদিয়ার (Ranveer Allahabadia) কান্নার একটি পুরনো ভিডিও ভুয়ো দাবিসহ সাম্প্রতিক হিসাবে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীরা দাবি করেছেন কৌতুকশিল্পী সময় রায়নার (Samay Raina) ইউটিউব অনুষ্ঠান ইন্ডিয়া'জ গট ল্যাটেন্টে (India's Got Latent) তার বিতর্কিত রসিকতা পরবর্তী ক্ষোভ এবং পুলিশি পদক্ষেপের পরে আলাহাবাদিয়া এই ভিডিওতে অনুশোচনা প্রকাশ করেছেন।

বুম দেখে ভাইরাল ভিডিও ২০২১ সালের রণবীর আলাহাবাদিয়ার ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওর একটি অংশ। ওই ভিডিওতে রণবীর নিজে কোভিড-১৯ পজিটিভ হওয়ার জন্য কাঁদছিলেন।

ইউটিউব চ্যানেল বিয়ারবাইসেপস খ্যাত রণবীর আলাহাবাদিয়া, কৌতুকশিল্পী সময় রায়না এবং তার ইউটিউব অনুষ্ঠান ইন্ডিয়া’জ গট ল্যাটেন্টের সঙ্গে যুক্ত আরও ৩০ জনের বিরুদ্ধে মহারাষ্ট্র সাইবার পুলিশ ১২ ফেব্রুয়ারি, ২০২৫-এ মামলা দায়ের করে। অনুষ্ঠানে অশ্লীল ভাষা ব্যবহারের জন্য, অন্যান্য অভিযোগের মধ্যে পুলিশ তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা করেছে। এফআইআরে আয়োজক, বিচারক, অংশগ্রহণকারীসহ অনুষ্ঠানে জড়িত অন্যান্য শিল্পীদের নাম রয়েছে। অসম পুলিশও এই ঘটনার বিষয়ে একটি এফআইআর করেছে।

অনুষ্ঠান চলাকালীন, আলাহাবাদিয়া একজন প্রতিযোগীকে জিজ্ঞাসা করেন, “আপনি কি সারা জীবনের জন্য প্রতিদিন আপনার বাবা-মার যৌন মিলন দেখবেন নাকি চিরকালের জন্য এটি বন্ধ করতে একবার তাদের সঙ্গে যোগ দেবেন?” তার এই প্রশ্ন ব্যাপক বিতর্কের সৃষ্টি করে; পডকাস্টার 'অশ্লীল' ভাষা ব্যবহার করার জন্য সমালোচনার মুখোমুখি হন এবং অনেকেই অনুষ্ঠানটির উপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব দেন।

এক্সে আপলোড করা ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে আল্লাহবাদিয়াকে কাঁদতে এবং বলতে শোনা যায়, "আমার খারাপ লাগছে কারণ সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে, আমার নিজেকে খুব অপরাধী লাগছে, আমার কারণে দলটি প্রকাশ পেয়েছে।"

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে হিন্দিতে লেখা হয়েছে, "এই জন্য আমার খারাপ লাগছে। আমার জন্য সব কাজ বন্ধ হয়ে গেছে। ****... হ্যালো @BeerBicepsGuy ওরফে রণবীর এলাহাবাদি... কাজ বন্ধ হয়ে যাওয়ায় কারও খারাপ লাগা উচিত নয়। কিন্তু তোমার খারাপ লাগা উচিত কারণ তুমি সেই মায়ের বিছানার দিকে তাকিয়েছ যে তোমাকে জন্ম দিয়েছে।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই: ভাইরাল ভিডিও পুরোনো

বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২১ সালের এপ্রিল মাসের, এবং পডকাস্টার রণবীর আলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্য পরবর্তী ক্ষোভের পরে কান্নার সাম্প্রতিক ভিডিও নয়।

কমেন্টে ভিডিওটি পুরানো বলে উল্লেখ করা উত্তর থেকে ইঙ্গিত নিয়ে আমরা ইউটিউবে সার্চ করে দেখি ভিডিওটি ২০২১ সালের এপ্রিলে আলাহাবাদিয়া তার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন।

মূল ভিডিওতে, আলাহাবাদিয়া নিজে কোভিড-১৯ পজিটিভ আসার পর তার কাজ ও তার দলের উপর এর প্রভাব সম্পর্কে কথা বলেন। যে অংশে তিনি কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা উল্লেখ করেছেন, সেই অংশটি ভাইরাল ভিডিও থেকে সম্পাদনা করে বাদ দিয়ে ভুয়ো দাবি করা হয়েছে।

সম্পূর্ণ ৮মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটি নীচে দেখুন।

Full View

বিতর্কের পর, আলাহাবাদিয়া তার প্রশ্নের জন্য ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন।


Tags:

Related Stories