সম্প্রতি একজন এক্স ব্যবহারকারীর পোস্ট ভাইরাল হয় যেখানে গ্লোবাল টাইমস সংবাদমাধ্যমের একটি স্ক্রিনশট দেখা যায়। এই স্ক্রিনশটে বলা হয় শি জিনপিং রাহুল গান্ধীকে অরুণাচল প্রদেশের জায়গায় মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করার জন্য ধন্যবাদ দেন।
বুম যাচাই করে দেখে গ্লোবাল টাইমসের স্ক্রিনশট যেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে এটি ভুয়ো। এমন কোনও সংবাদ গ্লোবাল টাইমস তরফে প্রকাশ করা হয়নি বলে বুম দেখে।
কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা একটি ৬৭০০ কিলোমিটার যাত্রা যেটা রাহুল গান্ধী শুরু করেন ১৪ জানুয়ারি, ২০২৪ তারিখে। এই যাত্রা ১৫টি রাজ্য দিয়ে যাবে এবং শেষ হবে ২০ মার্চ, ২০২৪ তারিখে মুম্বাইয়ে।
এই এক্স (প্রাক্তন টুইটার) স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেন গৌরব প্রধান এবং ক্যাপশন হিসেবে লেখেন,"আমি যেটা প্রথম দিনেই বলেছিলাম যখন যাত্রার প্রথম রুট প্রকাশিত হয়। অরুণাচল প্রদেশ এই রুটে নেই। কংগ্রেস মানেই চীনের প্রতিনিধি।"
এই স্ক্রিনশটে দেখা যায় গ্লোবাল টাইমস সংবাদমাধ্যমের একটি পোস্ট যেখানে শি জিনপিংয়ের ছবিসহ ক্যাপশনে লেখা হয়,"চীনের প্রধান শি জিনপিং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ধন্যবাদ জানান চীনের সার্বভৌমত্বকে সন্মান জানিয়ে অরুণাচল প্রদেশের জায়গায় মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করার জন্য।
বুম এর আগেও গৌরব প্রধানের পোস্ট করা বেশ কিছু দাবির তথ্য যাচাই করে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
এই একই স্ক্রিনশট দেখা যায় মিন্নি রাজদান নামক ব্যবহারকারীর যাচাই করা এক্স প্রোফাইলেও।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম দেখে ভাইরাল স্ক্রিনশটটি ভুয়ো এবং গ্লোবাল টাইমস রাহুল গান্ধী এবং শি জিনপিংয়ের মধ্যে কথোপকথন সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করেনি। বুম এমন কোনও তথ্য খুঁজে পায়নি যেখানে শি জিনপিং ভারত জোডো ন্যায় যাত্রার রুট নিয়ে রাহুল গান্ধীকে ধন্যবাদ জানান।
আমরা এক্সে একটি বিস্তারিত সার্চ করি কিন্তু এই ধরণের গ্লোবাল টাইমসের প্রোফাইলে কোনও পোস্টের উত্তর খুঁজে পাইনি যেখানে রাহুল গান্ধী অথবা শি জিনপিংয়ের উল্লেখ দেখা যায়। এছাড়াও আমরা এই বিষয় কোনও প্রতিবেদনও খুঁজে পাইনি তাদের তরফে।
এছাড়াও আমরা এই পোস্টে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য খুঁজে পাই যা ইঙ্গিত করে এটি আসলে গ্লোবাল টাইমস হয়ত পোস্ট করেনি। একটি উদাহরণ হলো, পোস্টে 'প্রিমিয়ার' শব্দটির ব্যবহার। আনুষ্ঠানিকভাবে চীনের শীর্ষনেতাকে 'রাষ্ট্রপতি' বলা হয়, 'প্রিমিয়ার' হিসেবে নয়।
দেখতে এখানে ক্লিক করুন।
আমরা এক্সেও একটি বিস্তারিত কীওয়ার্ড সার্চ করি কিছু পোস্টের জন্য যেখানে গ্লোবাল টাইমস চীনের রাষ্ট্রপতিকে 'প্রিমিয়ার' হিসেবে উল্লেখ করে কিন্তু এমন কোনও পোস্ট বুম খুঁজে পায়নি।
দেখতে এখানে ক্লিক করুন।
এছাড়াও এই ভাইরাল স্ক্রীনশটের বিষয় কোনও বিশ্বস্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন কোনও বিষয়ের উল্লেখ লক্ষ্য করিনি। এটি যদি সত্যি গ্লোবাল টাইমস তরফে পোস্ট করা হতো, এবিষয়ে বিভিন্ন সূত্রের পোস্ট দেখা যেত।
বুম যোগাযোগ করার চেষ্টা করেছে গ্লোবাল টাইমসের সাথে এবং তাদের প্রতিক্রিয়ার পরে এই প্রতিবেদনটি আপডেট করা হবে।