Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ কাতার বিশ্বকাপের স্মারক ব্যাগের ছবি সম্পাদিত

বুম যাচাই করে দেখে মূল স্মারক ব্যাগে সম্পাদনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ "কাতার নিজের মেয়েকে চাই" লেখা জোড়া হয়েছে।

By - Sk Badiruddin | 24 Nov 2022 7:34 AM GMT

কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা ফুটবল (Qatar FIFA World Cup 2022) বিশ্বকাপের দর্শকদের স্মারক উপহারের (souvenir) সম্পাদনা করা (edited image) ছবি সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে, ফুটবল অনুরাগীদের স্মারক উপহারের ব্যাগে ব্যবহার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি।

বুম যাচাই করে দেখে ভাইরাল হওয়া স্মারকের ছবিটি সম্পাদনা করে "কাতার নিজের মেয়েকে চাই" লোগো জোড়া হয়েছে।

২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রীকে সামনে রেখে প্রচারের মুখ হিসাবে "বাংলা নিজের মেয়েকে চাই" প্রচার চালায়। ভাইরাল ছবিটি সেই প্রচারকে ভত্তি করে তৈরি করা হয়েছে।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, এক ব্যক্তির হাতে ধরা ঝোলা ব্যাগে বাইরে ইংরেজিতে লেখা রয়েছে, "ফিফা ফুটবর বিশ্বকাপ ২০২২"। আর তার নিচেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ বৃত্তাকার লোগোতে লেখা হয়েছে, "কাতার নিজের মেয়েকে চাই"

ছবিটি ফেসবুকে "কাতার নিজের মেয়েকে চাই" ক্যাপশন সহ ফেসবুকে ছড়ানো হচ্ছে।

ফেসবুক পোস্টটি দেখুন এখানে

 তথ্য যাচাই

বুম ভাইরাল ছবিটিকে রিভার্স সার্চ করে আসল ছবিটি সহ একাধিক প্রতিবেদন খুঁজে পায়।

২১ নভেম্বর ২০২২ প্রকাশিত আরাবি২১-এর প্রতিবেদনে দেখে আসল ছবিটি সহ খবর প্রকাশিত হয়েছে।

আরেক আরবীয় গণমাধ্যম আল ইন ২১ নভেম্বর ২০২২ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করে ওই ঝোলা ব্যাগে স্মারক হিসাবে সুগন্ধী, কাতারে অনুষ্ঠিত বিশকাপের মডেল সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হচ্ছে সূচনা খেলা দেখতে হাজির হওয়া দর্শকদের।

বিষয়টি নিয়ে দ্য সানেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে আল বায়েট স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় অংশ নেওয়া দর্শকদের এই ধরণের স্মারক সামগ্রী দেওয়ার কথায় উল্লেখ করা হয়েছে।

নিচে ভাইরাল ভুয়ো ছবি ও আসল ছবির তুলনা করা হল।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় "হিন্দুদের গুন্ডা" বলেন দাবিতে ছড়াল ভোট প্রচারের ছাঁটাই ভিডিও

Related Stories