সম্প্রতি ইজরায়েলের (Israel) এক গ্যাসফিল্ডে ভয়াবহ আগুন লাগার দৃশ্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও।
বুম যাচাই করে দেখে ২০১১ সালের এই ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের (Texas) এক রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা দেখতে পাওয়া যায়।
ইজরায়েল এবং প্যালেস্তিনীয় গোষ্ঠী হামাসের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতের কারণে বেশ কিছু ভুয়ো পোস্ট এবং ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। বুম ইতিমধ্যেই সেরকম কিছু ভুয়ো দাবির তথ্য যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে। ভয়াবহ এই সংঘাতের কারণে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ইজরায়েল ইতিমধ্যেই হামাস অধিকৃত গাজার অংশগুলির উপর প্রবল হামলা চালাচ্ছে এবং ইজরায়েলের তরফে গাজার নাগরিকদের হামাস শাসিত জায়গাগুলি থেকে সরে যাওয়ার বার্তাও দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতেই ভাইরাল হয়েছে আগুন লাগার এই ভিডিও।
একজন ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করে লিখেছেন,"আলহামদুলিল্লাহ..ইসরাইলের গ্যাস ফিল্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। মহান আল্লাহর গজব নেমে আসলে বাঁচার কোন উপায় নাই।"
এই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
এই ভিডিওর একটি আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম প্রথমেই এই ভিডিওর অংশগুলি রিভার্স সার্চ করে এবং একটি ছোট ক্লিপ খুঁজে পায় যার দৃশ্যের সাথে ভাইরাল ভিডিওর মিল রয়েছে।
এই ক্লিপের লিংক এখানে দেখা যাবে। আমরা লক্ষ্য করি এই ক্লিপের বর্ণনায় উল্লেখ করা হয়েছে এটি ৩ অক্টোবর, ২০১১ তারিখের একটি অগ্নিকাণ্ডের ভিডিও যা ঘটে টেক্সাসের একটি রাসায়নিক কারখানায়।
এই সূত্র ধরে আমরা একটি কিওয়ার্ড সার্চ করি এবং লাজার ওটাসেভিচ নামক ইউটিউব চ্যানেলের এক ভিডিও খুঁজে পাই যা আপলোড করা হয় ৪ অক্টোবর ২০১১ তারিখে।
এই ভিডিওর দৃশ্যগুলির সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ক্লিপের মিল রয়েছে বলে দেখা যায়। এছাড়াও এই ভিডিওর বর্ণনায় বলা হয়েছে এটি টেক্সাসের ওয়াক্সাহাচি শহরের ঘটনা যখন একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়।
এই ভিডিও এখানে দেখা যাবে।
আমরা এই বিষয় ফক্স নিউজের একটি প্রতিবেদনও খুঁজে পেয়েছি যেখানে এই ঘটনার উল্লেখ রয়েছে। জানা যায় এই ১০০,০০০ স্কোয়ার ফিটের কারখানার কর্মচারীদের ঠিক সময় ঘটনাস্থল থেকে সরানো হয় এবং তাদের কোনও ক্ষতি হয়নি।
এই ঘটনার একটি ক্লিপ আমরা সিবিএস নিউজের ইউটিউব চ্যানেলেও খুঁজে পেয়েছি যার লিংক দেখা যাবে এখানে।