আসন্ন সিনেমা মুক্তির প্রাক্কালে অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff) ও সহ-অভিনেত্রী তারা সুতারিয়ার মুম্বইয়ের (Tara Sutaria) দরগায় প্রার্থনার ছবি ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ ভুয়ো দাবিতে ছড়াল সোশাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে 'হিরোপান্তি ২' ছবি মুক্তির আগে টাইগার শ্রফ ও সহ-অভিনেত্রী তারা সুতারিয়ার মুম্বইয়ের মহিম দরগা ও বাবুলনাথ মন্দিরে প্রার্থনা করতে যান। ধর্ম-পরিবর্তনের খবরটি ভুয়ো।
ভাইরাল হওয়া গ্রাফিকটি তৈরি হয়েছে তিনটি ছবির কোলাজ নিয়ে। ছবি তিনটিতে দেখা যায় মাথায় সাদা রুমাল বেঁধে অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী তারা সুতারিয়া মাজারের সামনে প্রার্থনা করছেন। গ্রাফকটিতে লেখা হয়েছে, "আলহামদুলিল্লাহ টাইগার শ্রফ ও তারা সুতারিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন পাপ গুলো কে ক্ষমা করুক!"
ফেসবুকে এই গ্রাফিকটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "টাইগার শ্রফ ও তারা সুতারিয়া ইসলাম ধর্ম গ্রহন করেছেন"
তথ্য যাচাই
বুম ভাইরাল ছবিগুলি রিভার্স সার্চ করে গণমাধ্যম নিউজ১৮-এ ২৭ এপ্রিল ২০২২ প্রকাশিত ফোটোগ্যালারিতে ছবিগুলির হদিস পায়। ওই ফোটোগ্যালারির শিরোনামের বাংলা, "হিরোপান্তী ২ অভিনেতা টাইগার শ্রফ তারা সুতারিয়া প্রার্থনা করলেন মহিম দরগা ও বাবুলনাথ মন্দিরে, দেখুন ছবি"।
ওই ছবির গ্যালারিতেই দেখা যায় মাথায় চাঙারি-ডালা সাজিয়ে ফুল ও চাদরের ভেট নিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছে ভাইরাল হওয়া তিনটি ছবিও। হিরোপান্তি-২ সিনেমার সাফল্যের মুক্তি কামনায় তাঁরা মুম্বইয়ের মহিম দরগাতে যান। বাবুলনাথ মন্দিরেও তাঁরা প্রার্থনা করেন।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনেও একই খবর প্রকাশিত হয়েছে। গণমাধ্যম ইটিটাইমসের তরফেও ইনস্টাগ্রামে প্রকাশ করা হয় তাঁদের মাজার ও মন্দির পরিদর্শনের খবর।
হিরোপান্তি ২ সিনেমা মুক্তি পেয়েছে ২৯ এপ্রিল। বুম ধর্ম পরিবর্তন সম্পর্কে কোনও নির্ভরযোগ্য প্রতিবেদন খুঁজে পায়নি।