সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি জনসভায় আসা ব্যক্তিদের মধ্যে সংঘর্ষের সময় চেয়ার (chair) ছোড়াছুড়ির ভিডিও পশ্চিমবঙ্গের বলে ভাইরাল হয়েছে। ব্যবহারকারীদের একাংশের দাবি ঘটনাটি বসিরহাটে হুমায়ুন কবিরের (Humayun Kabir) জনসভার।
বুম দেখে ভাইরাল দাবিটি ভুয়ো। ভিডিওটি আসলে বাংলাদেশের কিশোরগঞ্জে ২৩ জানুয়ারি, ২০২৬-এ আয়োজিত বিএনপির একটি জনসভার।
মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবেন ঘোষণা করার পর, পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হন হুমায়ুন কবির। বর্তমানে, তিনি জনতা উন্নয়ন পার্টি নামক একটি রাজনৈতিক দল তৈরি করেছেন।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "গতকাল বিজেপি সমর্থিত হবু মুখ্যমন্ত্রী হুমায়ুনের বসিরহাটের জনসভায় চেয়ার খেলা।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধান আমরা কী পেলাম
ভিডিওটি বাংলাদেশের: আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২৪ জানুয়ারি, ২০২৬-এ প্রকাশিত বিডিনিউজ২৪-এর একটি প্রতিবেদন পাই যেখানে ভাইরাল দৃশ্য দেখা যায়। প্রতিবেদন অনুসারে, কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারের জন্য আয়োজিত বিএনপির একটি জনসভায় উক্ত রাজনৈতিক দলের দুটি গোষ্ঠীর মধ্যে বসার ব্যবস্থা নিয়ে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষ চলাকালীন দুটি গোষ্ঠীর মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনাটি ঘটে।
এনটিভি নিউজের ২৩ জানুয়ারি, ২০২৬-এর ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, অষ্টগ্রাম উপজেলার এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।
এছাড়াও, ভাইরাল ভিডিওয় বাংলাদেশি সংবাদমাধ্যম Zoombangla Video-র একটি লোগো দেখা যায়। আমরা দেখি গত ২৩ জানুয়ারি একই ভিডিও Zoombangla Video-র ফেসবুক পেজ থেকে অষ্টগ্রামে বিএনপির সভার ঘটনা বলে পোস্ট করা হয়।






