Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

হরিয়ানার নুহতে সাম্প্রতিক সমাবেশ দাবিতে ছড়াল পুরনো ছবি

বুম দেখে ২০১২ সালে ছবিটি হায়দ্রাবাদে হওয়া এক সমাবেশ দাবি করে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল।

By -  Shrey Banerjee |

23 Aug 2023 4:45 PM IST

হরিয়ানার (Haryana) নুহতে হওয়া সাম্প্রতিক কিছু সাম্প্রদায়িক হিংসার (Communal Clash) ঘটনার মাঝেই সেরাজ্যে সম্প্রতি হিন্দুদের বিশাল জমায়েত দাবি করে এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুম যাচাই করে দেখে ছবিটি পুরনো এবং  ২০১২ সালে তা হায়দ্রাবাদে হওয়া এক সমাবেশ দাবি করে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল।

সম্প্রতি হরিয়ানায় হওয়া  হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান কয়েকজন। এরই পাশাপাশি সেই সংঘষের কারণে নিজেদের বাসস্থান ছেড়ে পালাতে বাধ্য হয় বেশ কিছু মানুষ। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গোটা ঘটনায় ১০০-এরও বেশি জনকে সংঘর্ষের সাথে যুক্ত থাকার কারণে গ্রেফতার করা হয়। 

এরই মধ্যে ভাইরাল ছবিটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখা হয়,"হারিয়ানায় মোল্লাদের আ'ক্রম'নে বজরং দল সভাপতির দেহান্তের খবর ছড়িয়ে পড়তেই গুরুগ্রামে লক্ষ জাট ভাইয়েরা মো'ল্লা'দের অওকাত দেখাচ্ছে! সাহসী মো'ল্লারা বর্তমানে গর্তে ঢুকে আছে!একের পর এক বিধস্ত করা হচ্ছে মোল্লাদের বাসস্থান,ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও মসজিদ! দাংগার মূল ইন্ধন দাতা নুহ মসজিদের ইমাম মুহম্মদ শাদকে গত কাল রাতে মৃ'ত অবস্থায় পাওয়া যায়! দাংগার আর দুই মাষ্টার মাইন্ড নাসির ও জুনায়েদের পু'ড়া লাস উদ্ধার করে পুলিশ! পরিস্থিতি হারিয়ানা রাজ্য সরকারের হাতের বাইরে! এক ও অভিন্ন হও হিন্দু তুমি!"


পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।


তথ্য যাচাই

বুম রিভার্স সার্চ করে হিন্দু এক্সিস্টেন্স নামক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে ছবিটিকে খুঁজে পায় যেখানে ছবিটি হায়দ্রাবাদের ভাগ্যনগরে আয়োজিত এক রামনবমী যাত্রার বলে উল্লেখ করা হয়।  

ছবিটির ক্যাপশনে থাকা তথ্য অনুযায়ী ২০১২ সালের ১ এপ্রিল ধুলপেটের রানী অবন্তী বই কমিউনিটি থেকে ওই যাত্রাটি শুরু হয়।


প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে। 

আমরা দক্ষিণী এক সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও ছবিটি সমেত ২০১২ সালে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাই। হিন্দু একতা সংক্রান্ত ওই প্রতিবেদনটি ২০১২ সালের ৩ ডিসেম্বর প্রকাশিত হয়েছিল।  


প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে। 

এছাড়াও, তামিল ব্রাহ্মণ নামক এক অনলাইন ব্লগে ২০১২ সালের ২ এপ্রিল ছবিটি প্রকাশ করে তা হায়দ্রাবাদের ভাগ্যনগরে আয়োজিত রাম নবমীর শোভাযাত্রা বলে উল্লেখ করা হয়।  

বুম এর মাধ্যমে নিশ্চিত হয় ছবিটি পুরনো এবং সাম্প্রতিক হরিয়ানায় হওয়া কোনও সমাবেশের নয়। ছবিটির বিষয়ে এর থেকে অতিরিক্ত তথ্য বুমের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

      

Tags:

Related Stories