Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভুয়ো খবর: অম্বেদকারের ছবি সহ ১০০ ডলারের নোট ছাপল মার্কিন যুক্তরাষ্ট্র

বুম যাচাই করে দেখে ভাইরাল ১০০ ডলারের ছবিটি গ্রাফিক নক্সার ওয়েবসাইটে তৈরি; আমেরিকা ড. অম্বেদকারের ছবি সহ নোট ছাপেনি।

By - Sk Badiruddin | 24 Nov 2022 4:33 PM IST

সোশাল মিডিয়ায় ড. বি আর অম্বেদকারের (Dr. BR Ambedkar) ছবি সহ ১০০ ডলারের (100 USD) একটি নোট ভুয়ো দাবিতে ছড়ানো হচ্ছে যে মার্কিন মুলুক (America) অম্বেদকারের নামে ১০০ ডলারের নোট (US Currency) ছাপিয়েছে।

বুম যাচাই করে দেখে ভাইরাল ১০০ ডলারের ছবিটি গ্রাফিক নক্সার ওয়েবসাইটে তৈরি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ড. অম্বেদকারের ছবি সহ কোনও নোট ছাপেনি।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া গ্রাফিক ছবিটিতে দেখা যায় দেশের প্রথম আইনমন্ত্রী ও সংবিধানের রূপকার ড. অম্বেদকারের ছবি সহ ১০০ টাকার একটি ডলার, যার উপরে লেখা রয়েছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা।

ওই গ্রাফিকে নোটের ছবিটির উপরে লেখা রয়েছে, "সমগ্র দেশের লজ্জা যেটা ভারতবর্ষ করতে পারেনি সেটাই আমেরিকা করে দেখিয়ে দিলো" (ক্যাপশনের বানান সম্পাদিত)

ফেসবুক পোস্টটি দেখুন এখানে


বুম দেখে একই দাবি সহ ছবিটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়াচ্ছে।

আরও পড়ুন: তাতারস্তানে ইফতারি নামাজের ভিডিও ভুয়ো দাবিতে ছড়াল কাতার বিশ্বকাপ বলে

তথ্য যাচাই

বুম মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সংবিধানের রূপকার অম্বেদকারের ছবি সহ ডলার নোট ছাপিয়েছে এরকম কোনও সংবাদ প্রতিবেদন খুঁজে পায়নি।

মার্কিন নোট সংক্রান্ত শিক্ষামূলকসরকারি ওয়েবসাইটের বর্ননা অনুযায়ী, ১০০ ডালারের সবচেয়ে নতুন নোটের নক্সা বাজারে ছাড়া হয় ২০১৩ সালের ৮ অক্টোবর। ফেডারাল রিসার্ভ বোর্ডের ছাড়া সেই নোটের ছবিতে জলছাপ রয়েছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ছবির। যা দেখা যাবে নোটের দুপাশ থেকেই। ১০০ ডলার নোটের নক্সা বদলের ইতিহাস পড়ুন এখানে


বুম ইন্টারনেটে সার্চ করে একাধিক নোট তৈরির "গ্রাফিক জেনেরেটর" ওয়েবাসাইটের হদিস পেয়েছে। আমরা হাতে কলমে পরীক্ষা করতে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের একটি ছবি নিয়ে একই ধরণের নোট তৈরি করি।


নিচে ভাইরাল হওয়া ছবি ও জো বাইডেনের ছবি সহ তৈরি ১০০ ডলার নোটের তুলনা করা হল। উভয় নোটের নম্বর একই।


বুম আগে একই ধরণের ১০০ ডলারের নোটে ছত্রপতি শিবাজি মহারাজের ছবি সহ ভুয়ো নোটের ছবি তথ্য-যাচাই করেছে।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ কাতার বিশ্বকাপের স্মারক ব্যাগের ছবি সম্পাদিত

Tags:

Related Stories