Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

পাক-বাংলাদেশ চুক্তি নিয়ে ভারতীয় সেনাপ্রধানের উদ্বেগ প্রকাশের ভিডিওটি AI নির্মিত

বুম দেখে ভারতীয় সেনাপ্রধান অনিল চৌহানের জানুয়ারি, ২০২৬-এ দেওয়া একটি বক্তৃতার ভিডিওকে সম্পাদনা করে এআই নির্মিত ভয়েস বসিয়ে ভাইরাল দাবিটি করা হয়েছে।

By - Srijanee Chakraborty | 20 Jan 2026 12:19 PM IST

ভারতীয় সেনাপ্রধান (Chief of Defence Staff) অনিল চৌহানের (Anil Chauhan) একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) দিয়ে সম্পাদিত ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তাকে বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে তৈরি হওয়া প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা যায়।

ভাইরাল ভিডিওয় তিনি বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা ভারতের উপর কূটনৈতিক প্রভাব ফেলতে পারে। ভারতের এই দুই দেশের সম্পর্কের উপর নজর রাখা উচিত, বিশেষ করে বাংলাদেশের জেএফ-১৭ বিমান ক্রয়ের উপর।

বুম একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

ভাইরাল দাবি

এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে দাবি করেন, “এটা একদম রিসেন্ট ভিডিও লিক হয়েছে, এটার সামারি হইল হিন্দিয়ান জেনারেল কোন কূটনৈতিক বালছালের ধারে কাছে না গিয়ে ডাইরেক বলে দিয়েছে তুরস্কের বাংলাদেশের সাথে ডিফেন্স ডিল আর পাকির jf17 কেনাকাটা ভরে দিবে, সেইটা আটকাইতে তারা তাদের পছন্দের দলকে এই দেশে বসাবে, ইস্টানের সেনাবাহিনীকে গত ১৭ বছর যে ঘাস কাটা হিজড়া তে কনভার্ট করছিল সেটাতে কোনভাবেই টেস্টোস্টেরন হরমোন ইজেক্ট হইতে দিবেনা।”

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

অনুসন্ধানে আমরা কী পেলাম

১. মূল ভিডিও: বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ৭ জানুয়ারি, ২০২৬-এ এএনআই নিউজের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা অনিল চৌহানের বক্তৃতার একটি ভিডিও পায় যা ভাইরাল ভিডিওর অনুরূপ। তিনি লেফটান্যান্ট জেনারেল এসকে সিংহের জন্মশতবর্ষ উপলক্ষে বক্তৃতাটি দিয়েছিলেন। সম্পূর্ণ বক্তৃতায় কোথাও তাকে ভাইরাল ভিডিওর কথাগুলি বলতে শোনা যায়নি।

Full View

২. ভাইরাল ভিডিও এআই নির্মিত: আমরা ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে তার ঠোঁটের নড়াচড়ার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করি। এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করি। পরীক্ষায় ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা পাওয়া গেছে।


এরপর, আমরা নিশ্চিত হতে ভাইরাল ভিডিওর অডিও অংশ হিয়া ডিপফেক ভয়েস যাচাইকারী টুলে পরীক্ষা করি। হিয়া অডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত ডিপফেক বলে শনাক্ত করেছে।



Tags:

Related Stories