Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

'ভারত' লেখা ভারতীয় ক্রিকেট দলের জার্সির ভাইরাল ছবিগুলি সম্পাদিত

বুম দেখে বিরাট কোহলি ও রোহিত শর্মার 'ভারত' লেখা জার্সির ছবিগুলি ডিজিটাল উপায়ে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

By -  Shrey Banerjee |

20 Sept 2023 8:14 PM IST

সম্প্রতি জি২০ সম্মেলন (G20 Summit) উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) পাঠানো এক আমন্ত্রণ পত্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ইন্দোনেশিয়া সফরের সরকারি নথিতে ইংরেজিতে ‘ভারত’ (Bharat) নাম ব্যবহার হওয়ায় দেশের নাম পরিবর্তন নিয়ে শুরু হয় বিতর্ক।

দীর্ঘদিন ধরে ব্যবহৃত ইন্ডিয়া নামের পরিবর্তে হঠাৎ করে কেন ইংরেজিতে ভারত শব্দটি ব্যবহারের প্রয়োজন পড়ল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগ অবশ্য এই বিতর্কে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে 'ভারত' শব্দ ব্যবহারের পক্ষে সওয়াল করেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিসিসিআই সচিব জয় শাহকে তিনি এবছরের ওয়ার্ল্ড কাপে যাতে 'ভারত' লেখা জার্সি ব্যবহার করা হয় তার অনুরোধ জানান।     

এরই মাঝে সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ও ব্যাটসম্যান বিরাট কোহলির ইংরেজিতে 'ভারত' লেখা জার্সি পড়া দুটি ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে। ছবিগুলি পোস্ট করে দাবি করা হয় ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ইংরেজিতে থাকা 'ইন্ডিয়া' শব্দের জায়গায় 'ভারত' লেখাটির ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।  

ছবিগুলি পোস্ট করে এক ব্যবহারকারী লেখেন,"এখন থেকে ভারতীয় ক্রিকেট টিমের জার্সিতে ভারত লেখা থাকবে, বিদেশীদের দেওয়া নাম ইন্ডিয়া বাদ দেওয়া হবে,I love my "#BHARAT"।


পোস্টটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে


তথ্য যাচাই

বুম ভাইরাল ছবিটিকে রিভার্স সার্চ করে ২০২৩ সালের ৩ জুন প্রকাশিত ইটিভি ভারতের এক প্রতিবেদন খুঁজে পায় যেখানে ভারতের জার্সি পড়া রোহিত শর্মা ও বিরাট কোহলির আসল ছবিগুলি দেখতে পাওয়া যায়। ওই ছবিগুলিতে ভাইরাল ছবিতে থাকা 'ভারত' শব্দটির পরিবর্তে 'ইন্ডিয়া' লেখা দেখতে পাওয়া যায়। 




নিচে ভাইরাল ছবিগুলিতে দেখতে পাওয়া বিরাট কোহলি ও রোহিত শর্মার ভারতীয় ক্রিকেট দলের জার্সি পড়া ছবির সাথে আসল ছবিগুলির তুলনা করা হল। 


আমরা লক্ষ্য করি ভারতীয় ক্রিকেট টিমের জন্য অ্যাডিডাস নামক সংস্থা এই জার্সিগুলি তৈরী করেছে। আমরা ওই সংস্থার অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলেও এই জার্সিগুলির ছবি দেখতে পাই।  

 পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। 

বিসিসিআইয়ের তরফেও ২০২৩ সালের জুন মাসে ভারতীয় ক্রিকেট দলের নতুন এই জার্সির ছবিগুলি পোস্ট করা হয়। 

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। 

এছাড়াও আমরা কোন বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদনে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত' শব্দ ব্যবহার সংক্রান্ত কোন ঘোষণার খবর খুঁজে পাইনি।




 


Tags:

Related Stories