সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অসম্পর্কিত ছবি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) ও রাজীব গান্ধী (Rajiv Gandhi) ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) শেষকৃত্যে (funeral) কলমা পড়েছেন।
বুম দেখে ভাইরাল ছবিটি ১৯৮৮ সালে স্বাধীনতা সংগ্রামী আব্দুল গাফার খানের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তোলা।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে দাবি করেন, "ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর রাহুল গান্ধী ও রাজীব গান্ধী তার মৃতদেহের সামনে কলমা পড়ছে। একজন হিন্দু কখনো কলমা পড়ে না।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ছবিটি আব্দুল গাফার খানের শেষকৃত্য়ের: বুম রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের রাজনীতিবিদ মহসিন দাওয়ারের ২০১৬ সালের একটি এক্স পোস্ট পাই। সেখানে ছবিটি আব্দুল গাফার খান, যিনি বাচা খান নামেও পরিচিত, তার শেষকৃত্যের।
এছাড়াও, আমরা SKYSCRAPER CITY নামক একটি ওয়েবসাইটে ছবিটি দেখতে পাই। এখানেও ছবিটিকে আব্দুল গাফার খান বা বাচা খান বা ফ্রন্টিয়ার গান্ধীর শেষকৃত্যের বলে চিহ্নিত করা হয়েছে।
আমরা ১৯৮৮ সালে বাচা খানের মৃত্যুর সময় প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস ও এলএ টাইমসের প্রতিবেদন পাই যেখানে রাজীব গান্ধী, তার পরিবার ও কয়েকজন তৎকালীন মন্ত্রীর আব্দুল গাফার খানের শেষকৃত্যের সময় উপস্থিতির উল্লেখ পাওয়া যায়।
২. ইন্দিরা গান্ধীর শেষকৃত্য: ইন্দিরা গান্ধীকে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তার দুই দেহরক্ষী হত্যা করেন। আমরা দেখি মৃত্যুর পর হিন্দু রীতিনীতি মেনেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।
ছবিটি ২০১৯ এবং ২০২১ সালে ভাইরাল হলে, বুম সেসময় এটির তথ্য যাচাই করে। পড়ুন এখানে ও এখানে।






