সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act 2019) বিরুদ্ধে আন্দোলন চলার সময় দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বন্দুক তাক করে গুলি চালানো যুবক রাম ভক্ত গোপাল শর্মার (Rambhakt Gopal Sharma) ছবি বিভ্রান্তিকর দাবি সহ সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ছবিটি শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি হলেন শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act 2019) বিরুদ্ধে আন্দোলনকারীদের দিকে ২০২০ সালের জানুয়ারি মাসে গুলি চালানো ব্যক্তি।
শাহিনবাগে আন্দোলন চলার সময় গুলি চালনো ২৫ বছর বয়সী যুবক কপিল গুজ্জর (Kapil Gurjjar) সম্প্রতি খবরের শিরোনামে উঠে আসে গাজিয়াবাদে স্থানীয় বিজেপি নেতৃত্বদের উপস্থিতিতে তাঁর বিজেপিতে যোগদান করাকে কেন্দ্র করে। সমালাচনার ঝড় উঠলে কয়েক ঘন্টার মধ্যেই কপিল গুজ্জরের দলীয় সদস্যপদ বাতিল করা হয়। উত্তরপ্রদেশ বিজেপির সাধারন সম্পাদক জে পি এস রাঠোর সংবাদ সংস্থা পিটিআই-কে জানান রাজ্যের উচ্চস্তরের নেতারা ঘটনাটি জানতে পারলে গুজ্জরের দলীয় সদস্যপদ বাতিল করা হয়।
ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টে দুটি ছবি শেয়ার করা হয়েছে। একটি ছবিতে দেখা যায় কতর্ব্যরত নিরাপত্তাক্ষীদের সামনেই বন্দুক তাক করে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এক যুবক। অন্য ছবিতে অরেক ব্যক্তিকে সম্ভবত বিজেপি কার্যালয়ে মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করছে এক ব্যক্তি।
ছবিটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "এই বছরের শুরুর দিকে শাহীনবাগে গুলি চালিয়েছিল কপিল গুজ্জর বলে এক যুবক। আজ সে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিল। ওদিকে পাড়ায় পাড়ায় বিজেপির পতাকা লাগানো সারা বাংলা জুড়ে। দিনের বেলা লাগাচ্ছে না কিন্তু, রাতের অন্ধকারে দু- তিন জন মিলে অনেক পতাকা লাগাচ্ছে। যাতে সকালে উঠে আপনার মনে হয়, বাবা চারিদিকে এতো বিজেপি? এটাকে বলে মনস্তাত্বিক প্রভাব বিস্তার করা। দিলীপ ঘোষ ঠিক বলেছেন যে সবাই বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছেন।"(বানান অপরিবর্তিত)
তথ্য যাচাই
রয়টর্সের আর্কাইভে থাকা রাম ভক্ত গোপাল শর্মার ছবিটি দেখা যাবে এখানে। ছবিটিতে ক্যাপশন লেখা হয়, "৩০ জানুয়ারি, ২০২০, ভারতের নয়া দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়য়ের (JMIU) বাইরে নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তি বন্দুক উঁচিয়ে। প্রতিবাদ আন্দোলনটিতে গুলি করার আগে ওই বন্দুকধারী ফেসবুকে লাইভে গিয়েছিল সতর্ক করতে যে সে তার "অন্তিম যাত্রা" নিচ্ছে।" ছবিটি তোলেন রয়টর্সের সাংবাদিক দানিশ সিদ্দিকি।
(মূল ক্যাপশন: An unidentified man brandishes a gun during a protest against a new citizenship law outside the Jamia Millia Islamia University in New Delhi, India, January 30, 2020. The gunman went live on Facebook to warn he was taking his "final journey" before firing at the প্রোটেস্ট)
২০২০ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রছাত্রীদের উদ্দেশে গুলি চালানোর দিন তিনেক পরে শাহিনবাগে অবস্থানরত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের দিকে লক্ষ্য করে গুলি চালায় ২৫ বছর বয়সী কপিল গুজ্জর। মার্চ মাসে ছাড়া পায় কপিল।