করজোড়ে সেলাই মেশিনের পাশে বসেথাকা যোধপুরের (Jodhpur) এক ব্যক্তির ২০১৫ সালের সম্পর্কহীন স্টক ছবি বদলে সোশাল মিডিয়ায়বিভ্রান্তিকর দাবি সহ রাজস্থানের উদয়পুরে (Udaipur) কানহাইয়ালাল তেলির (Kanhaiyalal Teli) পাশবিক খুন হওয়ার ঘটনার সঙ্গে জোড়াহচ্ছে।
উদয়পুরে কানহাইয়ালাল তেলি নামে একদর্জিকে নারকীয় ভাবে গাউস মহম্মদ ও রিয়াজ জব্বা নামে দুই ব্যক্তি শিরোচ্ছেদ করেহত্যার করার পর সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করার পর রাজস্থানের পরিস্থিতি বেশউত্তপ্ত। শুক্রবার ঘটনার পর চতুর্থ দিনেও রাজ্যের বিভিন্ন জেলায় ধর্মীয়উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দুইঅভযুক্তকে উদয়পুরের জেল থেকে আজমেঢ়ে জেলে পাঠানো হয়েছে। রাজ্য সরকার সিট গঠন করেঘটনার তদন্ত করছে। কর্তব্য গাফিলতির অভিযোগে উচ্চপদস্থ দুই পুলিশ আধিকারিককে বদলিকরা হয়েছে। বৃহঃস্পতিবার কেন্দ্রের বিশেষ তদন্দকারী দল এনআইএ রাজ্যে এসে পৌছয়।বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে।
ভাইরাল হওয়া ছবিটিতে সেলাইমেশিনের পাশে করজোড়ে এক ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়।
উদয়পুর হ্যাশট্যাগ সহ ভাইরালছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "শব্দনেই!"
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিরসঙ্গে উদয়পুরে শিরোচ্ছেদ ও কুপিয়ে খুন হওয়া কানহাইয়া লালের ছবির সঙ্গে কোনও যোগনেই।
বুম ছবিটিকে রিভার্স সার্চ করেস্টক ছবির ওয়েবসাইট শাটার স্টকে ছবিটি খুঁজে পায়। ২৮ মার্চ ২০১৫ তোলা ওই ছবিটিরক্যাপশন লেখা হয়, "যোধপুরের রাস্তার দৃশ্য নীল শহরভারতের যোধপুরে।
বুম দেখে গণমাধ্যমে প্রকাশিতপ্রতিবেদনে কানাহাইয়ালালের ছবি দেখে সেগুলির সঙ্গে ভাইরাল হওয়া ছবিটির কোনও মিল নেই। ছবি দেখুন রয়টর্স,ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে। নিচে এনডিটিভির রিপোর্টেপ্রকাশিত ছবিও দেওয়া হল যা সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর স্ক্রিনশট। শিরোচ্ছেদ ও কুপিয়ে আগে আত্মতায়ীরা এইভিডিও ভাইরাল করেছিল।