কলকাতায় (Kolkata) মেঘভাঙা বৃষ্টির (Cloud Burst) দৃশ্য দাবি করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অসম্পর্কিত একটি ভিডিও।
বুম দেখে ভিডিওয় আসলে অসমের গুয়াহাটির চাঁদমারি এলাকায় একটি জলের পাইপ ফেটে চারিদিকে দ্রুত গতিতে জল ছড়িয়ে পড়ার দৃশ্য দেখা যায়।
২৩ সেপ্টেম্বর ভোর অবধি টানা ৫ ঘণ্টার অতিভারী বৃষ্টির কবলে পড়ে পুজোর আগেই বিপর্যস্ত শহর কলকাতা, প্রাণ হারিয়েছেন অন্ততঃপক্ষে ৫ জন। গড়ে ২৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায়। আনন্দবাজারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গড়িয়ার কামডহরিতে ৩৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যা শহরে সবচেয়ে বেশি।
ভাইরাল দাবি
একটি রেললাইনে দ্রত গতিতে একটি নির্দিষ্ট জায়গায় উপর থেকে প্রচুর জল পড়ার ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "কলকাতায় আশ্চর্যজনক মেঘভাঙ্গা বৃষ্টি দেখুন ভিডিও ফুটেজ।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন।
কলকাতায় "মেঘভাঙা বৃষ্টি" নিয়ে জি ২৪ ঘন্টার প্রকাশিত প্রতিবেদনেও এই ছবিটি দেখা যায়। দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি গুয়াহাটিতে জলের পাইপ ফাটার
১. অসমে জলের পাইপ ফাটা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন: আমরা ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে অসমের সংবাদমাধ্যম দ্য সেনটিনেলের প্রতিবেদনে ভাইরাল ভিডিওর একটি স্ক্রিনশট দেখতে পাই। প্রতিবেদন অনুসারে, অসমের গুয়াহাটির চাঁদমারিতে একটি জলের পাইপ ফেটে অত্যন্ত দ্রুত গতিতে জলের ধারা প্রায় ৭০-৮০ কিমি উঁচুতে উঠে যায়। স্থানীয় সংবাদমাধ্যম প্রতিদিন টাইমস ও জি প্লাসও এই ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
২. গুয়াহাটির চাঁদমারির ঘটনার ভিডিও রিপোর্ট: কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা ইন্ডিয়া টুডে এনই-র ২০ সেপ্টেম্বর, ২০২৫-এর ইউটিউবে আপলোড করা শর্টসে ভাইরাল দৃশ্যটি দেখতে পাই। পোস্টের বর্ণনা থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বিকেল ৪:১৫-তে চাঁদমারিতে জলের পাইপ ফেটে যাওয়ার ঘটনাটি ঘটে। দেখুন এখানে।