Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

রাহুল গান্ধীকে প্রশংসা করে ভারতীয় রাজনীতির নায়ক বলেননি লালকৃষ্ণ আডবাণী

বুম দেখে রাহুল গান্ধীকে নিয়ে আডবাণীর উক্তিটি একটি সন্দেহজনক ওয়েবসাইট থেকে নেওয়া এবং দাবিটির কোনও বিশ্বাসযোগ্যতা নেই।

By - Srijanee Chakraborty | 17 May 2024 5:47 PM IST

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্টে ভুয়ো দাবি করা হচ্ছে যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসা করে তাকে 'ভারতীয় রাজনীতির ‘নায়ক’ বলেছেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী।

বুম দেখে দাবিটি ভুয়ো এবং আমরা আডবাণীর উক্তি সম্পর্কে এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাইনি যা ভাইরাল দাবিকে সমর্থন করে।

ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে আডবাণী মনে করেন রাহুল গান্ধী “একমাত্র ব্যক্তি যিনি ভারতকে একটি ভালো জাতি হিসেবে গড়ে তুলতে পারেন।কারণ তাদের এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে যা ভারতের নাগরিকদের নতুন দিকনির্দেশনা দিতে পারে।"

সম্পূর্ণ ভাইরাল দাবিতে লেখা হয়েছে, "রাহুল গান্ধীকে নিয়ে বড় বিবৃতি দিয়েছেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতরত্ন শ্রী লাল কৃষ্ণ আদভানি। আডবানি বলেছেন যে আমি বিজেপির হলেও আজ ভারতের একজন সমাজকর্মী হিসেবে আমি ভারতীয় জনগণকে বলতে চাই যে রাহুল গান্ধীই একমাত্র ব্যক্তি যিনি ভারতকে একটি ভালো জাতি হিসেবে গড়ে তুলতে পারেন।কারণ তাদের এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে যা ভারতের নাগরিকদের নতুন দিকনির্দেশনা দিতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দেশের সেবা করেছি। কিন্তু রাহুল গান্ধীর মতো প্রভাবশালী নেতাকে রাজনীতিতে দেখিনি।”

দাবিটির শেষার্ধে লেখা হয়েছে, "লাল কৃষ্ণ আদবানির বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন আজ তৃতীয় দফার নির্বাচন চলছে। তাঁর বক্তব্যকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ সম্প্রতি তাঁকে মোদি সরকার ভারতরত্ন দিয়েছে, এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর প্রশংসা করে লালকৃষ্ণ আদবানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছেন।”

এক ফেসবুকে ব্যবহারকারী আডবাণীর একটি ছবি এবং 'avadhbhoomi.com' ওয়েবসাইটের লিঙ্ক সহ ভাইরাল উদ্ধৃতিটি শেয়ার করেছেন।


পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

অরুণাচল কংগ্রেসের পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডেল একই দাবি শেয়ার করে ক্যাপশনে লেখা হুয়েছে, "* ফ্ল্যাশ নিউজ * রাহুল গান্ধী ভারতীয় রাজনীতির নায়কঃ লাল কৃষ্ণ আডবাণী (এল কে আডবাণী) * (http://avadhbhoomi.com) * 7। মে। 2024 সাল। *দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতরত্ন শ্রী লাল কৃষ্ণ আদভানি রাহুল গান্ধী সম্পর্কে একটি বড় বক্তব্য দিয়েছেন। @INCIndia"


পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

তথ্য যাচাই

বুম দেখে দাবিগুলি ভুয়ো এবং উদ্ধৃতিটি কোনও বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম প্রকাশ করেনি।

আমরা রাহুল গান্ধীর প্রতি এল কে আডবাণী এই ধরনের কোনও প্রশংসনীয় মন্তব্য করেছেন কিনা যাচাই করতে কিওয়ার্ড সার্চ করে কোনও ফলাফল পাইনি।

ভাইরাল পোস্টে avadhbhoomi.com ওয়েবসাইটের উল্লেখ থেকে ইঙ্গিত নিয়ে আমরা রাহুল গান্ধী এবং এল কে আডবাণীকে নিয়ে ওই ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের খোঁজ করি। আমরা গুগলে সার্চ করে avadhbhoomi ওয়েবসাইটে হিন্দিতে প্রকাশিত "রাহুল গান্ধী ভারতীয় রাজনীতির নায়ক: এল কে আডবাণী" শীর্ষক একটি প্রতিবেদন দেখতে পাই। এই প্রতিবেদনটি বর্তমানে এখন আর প্রকাশিত নেই, তবে আমরা এর একটি আর্কাইভ লিংক পাই।

নীচে আর্কাইভের একটি স্ক্রিনশট দেওয়া হল।


আমরা লক্ষ্য করি হিন্দিতে প্রকাশিত এই প্রতিবেদনটি ভাইরাল পোস্টে শেয়ার করা ক্যাপশনের অনুরূপ। প্রতিবেদনটি 'অনিল শুক্ল মধুকর' নামক এক ব্যক্তির লেখা এবং ৮ মে ২০২৪ তারিখে প্রকাশিত। আমরা আরও লক্ষ্য করি, এই ওয়েবসাইটের প্রায় সমস্ত প্রতিবেদনই একই ব্যক্তি, অনিল শুক্ল মধুকরের লেখা।

উপরন্তু, আমরা দেখি ওয়েবসাইটের শর্তাবলী নেদারল্যান্ডসের আইন অনুযায়ী তৈরি করা হয়েছে।


আমরা দেখতে পাই ওয়েবসাইটের এক অংশে উল্লেখ করা হয়েছে "তথ্যের সম্পূর্ণতা, নির্ভরযোগ্যতা এবং নির্ভুলতার নিশ্চয়তা দেয়না"।



Tags:

Related Stories