Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

নাগপুরে মুসলিমদের উপর পুলিশি অত্যাচার বলে ভাইরাল মধ্যপ্রদেশের পুরনো ভিডিও

বুম দেখে ভাইরাল ভিডিওতে ২০২২ সালে মধ্যপ্রদেশের খারগোনের শঙ্কর নগরে পুলিশকে দুই মুসলিম যুবককে মারধর করতে দেখা যায়।

By - Srijanee Chakraborty | 26 March 2025 5:16 PM IST

কয়েকজন পুলিশের দুই যুবককে রাস্তায় আটকে মারধরের পুরনো একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করেছেন সেটিতে নাগপুরে (Nagpur) মসজিদ থেকে বেরনো শিক্ষার্থীদের উপর পুলিশি (police) অত্যাচার দেখা যায়। 

বুম দেখে ভাইরাল ভিডিও পুরনো। ২০২২ সালের এপ্রিল মাসে, রাম নবমী উদযাপন ঘিরে মধ্যপ্রদেশের খারগোনে সহিংসতার পর, সেখানের দুই মুসলিম যুবকের উপর এই পুলিশি অত্যাচারের ভিডিও সামনে আসে।

৪৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওয় কয়েকজন পুলিশকে একটি রাস্তায় দুই যুবককে লাঠি নিয়ে মারধর ও গালিগালাজ করতে দেখা যায়। ভিডিওটিকে মহারাষ্ট্রর নাগপুরের সাম্প্রতিক সহিংসতার সঙ্গে যোগ করে শেয়ার করা হচ্ছে সমাজমাধ্যমে। 

বিশ্ব হিন্দু পরিষদ মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবি নিয়ে প্রতিবাদ করে। ওই মিছিলে ইসলামের পবিত্র লিপিসহ একটি সবুজ চাদর জ্বালানোর গুজব ছড়ালে, গত ১৭ মার্চ, ২০২৫-এ নাগপুরের বিভিন্ন জায়গায় পাথর ছোড়া ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় ১৩টি মামলা দায়ের ও ১১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  

এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করে, "সোমবার নাগপুরে মসজিদ থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের উপর পুলিশ একটি দ্রুতগতি সম্পন্ন করেছে। সোমবার নাগপুরে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসা শিক্ষার্থীদের মারধর করেছে পুলিশ। সোমবার নাগপুরে নামাজ পড়ে মসজিদের বাইরে থাকা ছাত্রদের পুলিশের হাতে মারপিট।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

তথ্য যাচাই 

বুম প্রথমে ভাইরাল ভিডিওটিকে বিভিন্ন কিফ্রেমে ভাগ করে নিয়ে সেগুলির গুগলে রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা কন্নড় সংবাদমাধ্যম বার্তা ভারতীর ১৩ এপ্রিল, ২০২২ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট দেখতে পাই। 


প্রতিবেদন থেকে জানা যায় স্ক্রিনশটটি মধ্যপ্রদেশের খারগোনের একটি ঘটনার।

এরপর, প্রতিবেদনটির সূত্র ধরে, আমরা মাকতুব মিডিয়ার এক্স হ্যান্ডেলে ১৩ এপ্রিল, ২০২২-এর একটি পোস্ট পাই যেখানে ভাইরাল ভিডিওর একটি দীর্ঘতর সংস্করণ পাওয়া যায়। পোস্টটি অনুসারে ২০২২ সালে খারগোনে রাম নবমী উদযাপনকে কেন্দ্র করে হিংসা ছড়ানোর পর, খারগোনের শঙ্কর নগরে পুলিশ ভিডিওর দুই মুসলিম যুবককে মারধর করে। 


এরপর, আমরা ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে এমপি তকের ১৫ এপ্রিল, ২০২২-এর  ভাইরাল ভিডিওর দৃশ্যসহ একটি ভিডিও রিপোর্ট পাই। রিপোর্টে আক্রান্ত শঙ্কর নগরের দুই মুসলিম যুবকের মধ্যে একজনের আজতকের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকার দেখা যায়।

Full View

আক্রান্ত যুবক জানান, বাড়ির বাচ্চাদের জন্য দুধ আনতে বেরিয়ে তিনি পুলিশের হাতে আক্রান্ত হন। 

কী ঘটেছিল খারগোনে?

২০২২ সালে রাম নবমী উপলক্ষে মধ্যপ্রদেশের খারগোনে আয়োজিত মিছিল যখন মুসলিম অধ্যুষিত তালাব চৌক এলাকা দিয়ে যায় সেসময় মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ করা হয়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং ঘটনা নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের প্রয়োগ করে। পরে, খারগোনের বেশ কিছু জায়গায় কারফিউ জারিও করা হয়।

Tags:

Related Stories