Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভুয়ো দাবি সহ ছড়াল দেবাংশু ভট্টাচার্যের সম্পাদনা করা পোশাকের ছবি

বুম দেখে দেবাংশু ভট্টাচার্যের ২১ সেপ্টেম্বর ২০২১ ফেসবুকে আপলোড করা ছবির পরনের পোশাক সম্পাদনা করা হয়েছে ভাইরাল ছবিতে।

By - Sk Badiruddin | 10 May 2022 12:07 PM GMT

সোশাল মিডিয়ায় তৃণমূল যুব কংগ্রেসের (TMYC) সাধারণ সম্পাদক ও রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya)একটি ছবি সম্পাদনা (Morphed) করে ভুয়ে দাবিতে (Flase Claim) ছড়ানো হচ্ছে যে তিনি স্যান্ডো গেঞ্জিতে বুক-পকেট (Pocket) লাগিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধানসভার বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের সাংসদ শুভেন্দু অধিকারি সম্প্রতি 'স্যান্ডো গেঞ্জি' দেখিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "যেদিন এখানে বুক পকেট লাগবে সেদিন প্রধানমন্ত্রী হবেন!" রাজ্য বিজেপি সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও শুভেন্দুর কথার রেশ ধরে একই শব্দের পুনারাবৃত্তি করেন তাঁর ভাষণে। ভুয়ো ছবিটি এই প্রসঙ্গে ছড়ানো হচ্ছে।

সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভুয়ো ছবিটিতে দেখা যায়, দেবাংশু ভট্টাচার্য বুকপকেটওয়ালা গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছেন।

ভুয়ো ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "#একেই_বলে_প্রকৃত_অনুগামী😊? #বিরোধী_দলনেতা_শুভেন্দু_অধিকারী যেই বলেছে যে, স্যান্ডো গেঞ্জীতে যেদিন বুক পকেট থাকবে সেদিন দিদি প্রধানমন্ত্রী হবেন! আর ওমনি #দেবাংশু টেলারে গিয়ে পকেট লাগিয়ে নিয়েছে লে এবার সামলা!"

বুম দেখে একই দাবিতে ফেসবুকে ভুয়ো ছবিটি ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। এরকম দুটি ফেসবুক পোস্টটি দেখুন এখানেএখানে


একই দাবি সহ ভুয়ো ছবিটি টুইটারেও শেয়ার করা হয়েছে। মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এরকম একটি টুইট কোট করে লেখেন, "ব্যাস, এতেই মাননীয়া প্রধানমন্ত্রী হয়ে যাবেন! সাধে কি বলে মুলো?"

টুইটটি আর্কাইভ করা আছে এখানে

আরও পড়ুন: না, রাহুল গাঁধী নেপালে কোনও চিনা কূটনীতিকের সঙ্গে পার্টি করেননি

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি ফোটোশপ করা।

বুম রিভার্স সার্চ করে দেবাংশু ভট্টাচার্যের মূল ছবিটি খুঁজে পায় এই সময়ে ১৪ জানুয়ারি ২০২২ প্রকাশিত এই সময়ের প্রতিবেদনে। প্রতিবেদনটিতে ছবি সূত্র হিসেবে দেবাংশুর নিজস্ব ফেসবুক পেজের কথা উল্লেখ করা হয়েছে।

এই সূত্র ধরে বুম দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক প্রোফাইল ঘেঁটে ২১ সেপ্টেম্বর ২০২১ আপলোড করা সংশ্লিষ্ট আসল ছবিটি খুঁজে পায়

Full View

বুম দেখে হুবহু এই ছবিতেই ফোটোশপের কারিকুরিতে দিব্যি বদলে ফেলা হয়েছে পরনের পোশাক। বদলে এসেছে বুক পকেট সহ গেঞ্জি। নিচে আসল ও ফোটোশপে কারিকুরি করা ছবি দেওয়া হল।


Related Stories