Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বাবরি মসজিদ নির্মাণের জন্য শাহরুখ-সলমন অর্থ দান করেছেন বলে ছড়াল AI ছবি

বুম একাধিক এআই যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

By - Srijanee Chakraborty | 11 Dec 2025 5:26 PM IST

মুর্শিদাবাদে (Murshidabad) হুমায়ুন কবিরের (Humayun Kabir) প্রস্তাবিত বাবরি মসজিদ (Babri Masjid) নির্মাণের জন্য অভিনেতা শাহরুখ খান (Shahrukh Khan) ও সলমন খান (Salman Khan) অর্থ সাহায্য করেছে দাবি করে সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একাধিক ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি। 

বুম দেখে ভাইরাল দাবিটি ভুয়ো। আমরা এআই যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি ছড়িয়ে পরা ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। 

প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন এবং তার এই প্রস্তাবের পরই তৃণমূল কংগ্রেস থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কৃত করা হয়। হুমায়ুন কবির জানিয়েছেন, দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে মসজিদ নির্মাণের জন্য অনুদান আসছে যা ইতিমধ্যেই ৩ কোটির মূল্য ছাড়িয়েছে। 

দাবি 

একটি নির্মীয়মাণ মসজিদের সামনে হুমায়ুন কবিরের হাতে শাহরুখ খানের ২৫ কোটি টাকা ও সলমন খানের ১০ কোটি টাকা দেওয়ার ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "সালমান খান ও শাহরুখ খান দুইজন মিলে 35 কো*টি টা*কা আলহামদুলিল্লাহ।"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

অনুরূপ দাবি সহ অন্য দুটি ছবিতে সলমন খানশাহরুখ খানকে আলাদা আলাদা ভাবে হুমায়ুন কবিরের হাতে অর্থ তুলে দিতে দেখা যায়। পোস্ট দুটির আর্কাইভ দেখুন এখানেএখানে

 অনুসন্ধানে আমরা কী পেলাম 

ছবিগুলি এআই নির্মিত: বুম প্রথমে বাবরি মসজিদের নির্মাণের জন্য শাহরুখ খান বা সলমন খান কোনও অনুদান দিয়েছেন কিনা যাচাই করতে গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে। তবে, আমরা এবিষয়ে কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পায়নি। 

শাহরুখ খান ও সলমন খানের উভয়ের সাথে হুমায়ুন কবির

আমরা ভাইরাল ছবিতে লক্ষ্য করি, দুই অভিনেতা ও হুয়ায়ুন কবিরের পিছনে ভিড় করে দাঁড়িয়ে থাকা জনতার মধ্যে বেশ কিছু মানুষের চোখ ও মুখ বিকৃত ও অসম্পূর্ণ যেমন এআই নির্মিত ছবিতে সাধারণত দেখা যায়। ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট হাইভ মডারেশন ও ওয়াজ ইট এআইয়ে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি ছবিটি এআই নির্মিত। পরীক্ষার ফল দেখুন নীচে। 


শাহরুখ খান হুমায়ুন কবিরকে ২৫ কোটির চেক দিচ্ছেন

আমরা দেখি ভাইরাল ছবিতে চেকের বিভিন্ন জায়গায় বানানে ভুল রয়েছে এবং তারিখে সাল দেওয়া ২০২৪। এর থেকে ইঙ্গিত নিয়ে ছবিটি এআই যাচাইকারী টুল হাইভ মডারেশন ও ওয়াজ ইট এআইয়ে পরীক্ষা করি যা নিশ্চিত করে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি। 


সলমন খান হুমায়ুন কবিরকে আনুষ্ঠানিকভাবে ১০ কোটি টাকার চেক দিচ্ছেন

সলমন খান ও হুমায়ুন কবিরের ভাইরাল ছবিতে দৃশ্য মান চেকে একাধিক জায়গায় বানান ভুল লক্ষ্য করা যায়। এর থেকে ইঙ্গিত নিয়ে ছবিটি এআই যাচাইকারী টুল হাইভ মডারেশন ও ওয়াজ ইট এআইয়ে পরীক্ষা করি যা নিশ্চিত করে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি। 



Tags:

Related Stories