মুর্শিদাবাদের (Murshidabad) নিমতিতায় (Nimtita) রেল লাইনে বোমা (bomb) রাখার অভিযোগে মদন কুণ্ডু ও সাগর দাস নামের দুজনের ধরা পড়ার একটি পুরনো ভিডিও প্রতিবেদন সাম্প্রতিক দাবি করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন ঘটনাটি মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির সঙ্গে জড়িত।
বুম দেখে ভাইরাল ভিডিও ২০২৪ সালের ডিসেম্বর মাসের একটি ঘটনার, এর সঙ্গে মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনার কোনও সম্পর্ক নেই।
এবছরের এপ্রিল মাসে, ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ বিরোধী প্রতিবাদ মুর্শিদাবাদে সাম্প্রদায়িক অশান্তির রূপ নেয়। তিন জনের মৃত্যু হয় এবং মুর্শিদাবাদের বাসিন্দাদের একাংশ প্রাণ ভয়ে ওই জেলা থেকে মালদায় পালিয়ে যান। মুর্শিদাবাদের ঘটনায় বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় শাসকদল তৃণমূল কংগ্রেসকে।
তিন মিনিটের ভাইরাল ভিডিওতে একটি রেল লাইনের উপর বেশ কিছু লোককে দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা যায়। ভিডিও থেকে জানা যায় সুতি থানার পুলিশ বোমা রাখায় অভিযুক্ত মদন কুণ্ডু ও সাগর দাস দুজনকেই গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজনকে দেখা যায় ভিডিওয়।
ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "মুর্শিদাবাদে অশান্তির আবহে ভয়ংকর নাশকতা রুখে দিলেন এলাকার মানুষ মুর্শিদাবাদে নিমতিতায় রেল লাইনের ধারে বোমা রাখতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই যুবক - মদন কুন্ডু ও সাগর দাস... আরএসএস আর বিজেপির মিলিত চেষ্টায় অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে আর এই সুযোগ নিয়ে দা ঙ্গা বাধানোর পরিকল্পনা। মানুষ এখনও বুঝুন।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম কিওয়ার্ড সার্চের মাধ্যমে নিমতিতায় বোমাতঙ্কের সাম্প্রতিক কোনও ঘটনার কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন পায়নি। আমরা লক্ষ্য করি ভাইরাল ভিডিওয় মুর্শিদাবাদ টুডে নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমের চ্যানেলের লোগো দেখা যায়।
এই সূত্র ধরে, আমরা মুর্শিদাবাদ টুডের অফিসিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান করে ২০২৪ সালের ২৬ ডিসেম্বরের একটি পোস্টে ভাইরাল ভিডিওটি দেখতে পাই।
এর থেকে বোঝা যায়, ভিডিওটি মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িত নয়।
আমরা ঘটনাটি সম্বন্ধে বিস্তারিত জানতে গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে এটি নিয়ে একাধিক সংবাদ প্রতিবেদন দেখতে পাই।
নিউজ ১৮ বাংলার ২০২৪ সালের ২৬ ডিসেম্বরে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নিমতিতা স্টেশন থেকে ৫০০ মিটার দূরে রেললাইনের উপর বোমা রাখা হয়েছে বলে আতঙ্ক ছড়ায়। নিমতিতা স্টেশনে দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে জঙ্গিপুরগামী ট্রেন। সুতি থানার পুলিশ দুজন ব্যক্তিকে এই ঘটনার জন্য গ্রেফতারও করেছে।
আনন্দবাজার পত্রিকার ২৬ ডিসেম্বর, ২০২৪-এর প্রতিবেদন অনুসারে, স্থানীয় বাসিন্দারা রেল লাইনে বোমা রাখতে যাওয়া দুজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে দিয়ে দেয়। ধৃত ব্যক্তিদের নাম সাগর দাস ও মদন কুণ্ডু।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদন জানায়, নিমতিতায় বোমাতঙ্ক ছড়ানোয় অভিযুক্ত দুজনই মদ্যপ অবস্থায় ছিল। প্রতিবেদন অনুসারে, পুলিশ জানিয়েছে আদপে কোনও বোমাই ছিল না, রেল লাইনের পাথর কালো প্লাস্টিকে মুড়ে রেল লাইনের ধারে ফেলে দিয়ে আতঙ্ক তৈরি করার সৃষ্টি করেছিল তারা, তবে এই কাজের পেছনের উদ্দেশ্য স্পষ্ট নয়।
এই ঘটনার জন্য সেসময় ধুলিয়ান গঙ্গারোড স্টেশন ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে বেশ কিছুক্ষন ট্রেন চলাচলও বন্ধ থাকে।