Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

মুসলিম বাবার মেয়েকে বিয়ে করার ভুয়ো দাবিতে ভাইরাল হল ভিডিও

বুম দেখে ভিডিওটি পাকিস্তানের এবং তাতে একজন বাবাকে তার মেয়েকে বিয়ে করতে দেখা যায় না।

By -  Sachin Baghel |

23 July 2023 8:02 PM IST

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক মহিলার সাথে একজন মুসলিম (Muslim) পুরুষের একটি ভিডিও সম্প্রতি পোস্ট করে দাবি করা হয় নিজের মেয়েকে (Daughter) বিয়ে করে স্ত্রী বানিয়েছেন ওই ব্যক্তি।

ভাইরাল ওই দাবিকে সত্যি হিসেবে ধরে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারীরা মুসলিম ধর্মের বিষয়ে তির্যক মন্তব্য করে ভিডিওটি শেয়ার করেছেন।

ভিডিওটিতে একজন প্রশ্নকারী রাবিয়াকে আরবি শব্দ হিসেবে বর্ণনা করে বলেন তার আভিধানিক অর্থ হলো 'চার'। এরপর সেই প্রশ্নকারী মহিলাটিকে কাকতালীয়ভাবে চতুর্থ স্ত্রী হওয়ার বিষয়ে প্রশ্ন করলে ওই মহিলা উত্তরে  হেসে বলেন 'রাবিয়া' নামের মেয়েরা চতুর্থ কন্যা হলেও, তিনি হলেন দ্বিতীয় কন্যা। চতুর্থ অর্থটির সাথে মানানসই রাখতে মুসলিম পুরুষটিকে তিনি বিয়ে করেছেন বলে ওই মহিলা প্রশ্নকারীর উত্তরে জানান।

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটির সাথে থাকা দাবিটি মিথ্যা। ভিডিওতে দেখতে পাওয়া ওই মহিলা এবং পুরুষের মধ্যে বাবা ও মেয়ের সম্পর্ক নেই।

কাজল হিন্দুস্তানি নামের একজন টুইটার ব্যবহারকারী, যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুসরণ করেন, ভাইরাল ভিডিওটি শেয়ার করে লেখেন, 'ওহ ঈশ্বর, আমি কী শুনছি'।

একই ভিডিও বেশ কয়েকটি সংবাদমাধ্যমও প্রকাশ করে একজন বাবা তার মেয়েকে বিয়ে করেছেন বলে দাবি করে। 

৯ জুলাই, ২০২৩ তারিখের একটি অমর উজালা সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয় পাকিস্তানে একজন বাবা তার নিজের মেয়েকে বিয়ে করেছেন। 

Full View

৬ জুলাই নবভারত টাইমস এবং পাঞ্জাব কেশরি ৯ জুলাই রিপোর্ট করে জানায়, পাকিস্তানে একজন বাবা তার নিজের মেয়েকে বিয়ে করেছেন এবং তাকে চতুর্থ স্ত্রী করেছেন।

এবিপি নিউজও 'বাবা কন্যা' দাবি করে এই ভিডিওটি প্রকাশ করেছিল, যা পরে তারা সম্পাদনা করে সংশোধন করে।


একই দাবি করে বাংলা কিছু সংবাদমাধ্যমও ভিডিওটির বিষয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনগুলি পড়তে ক্লিক করুন এখানে এখানে

ফেসবুকেও অনেক ব্যবহারকারীরা এই মহিলাকে বৃদ্ধ পুরুষের মেয়ে বলে বর্ণনা করে ভিডিওটি শেয়ার করেছেন যা এখানে এখানে দেখা যাবে।


তথ্য যাচাই

বুম প্রথমে ভিডিওটির বিষয়ে জানতে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া Zen TV Vlogs-এর প্রতীক সংক্রান্ত কীওয়ার্ড সার্চ করে। আমরা এতে দেখতে পাই ভাইরাল ভিডিওটির দীর্ঘ সংস্করণটি ১ আগস্ট, ২০২১ তারিখে Zen TV Vlogs-এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল।

ভিডিওটি দেখে জানা যায়, যে ব্যক্তির নাম আমির খান এবং যে মহিলার নাম রাবিয়া তার বিয়ে হয়েছে প্রায় দশ বছর আগে। এছাড়া, আমির খান রাবিয়ার বাবা নন। রাবিয়া আমিরের চতুর্থ স্ত্রী। পুরো ভিডিওতে কোথাও বাবার মেয়েকে বিয়ে করার কথা বলা হয়নি।

Full View

ডেইলি পাকিস্তান গ্লোবাল নামে একটি সংবাদমাধ্যম ১১ জুন, ২০২১ তারিখে আপলোড করা একটি ভিডিওতে উপস্থাপক তাদের সাথে কথা বলার সময় দর্শকদের বলেন যে রাবিয়ার সাথে আমির খানের চতুর্থ বিয়ে এবং আগের তিনটিই ছিল প্রেমের বিয়ে। তিনটি ডিভোর্সের পর আমির রাবিয়াকে বিয়ে করেন। রাবিয়া আমির খানের ছাত্রী ছিলেন, সেই সময় আমির রাবিয়াকে প্রস্তাব দেন এবং বিয়ে করেন। ভিডিওতে আমির বলেছেন তিনি লাহোরে তার বাবার স্কুলে পড়াতেন, সেই সময় তিনি রাবিয়ার সাথে দেখা করেছিলেন।

Full View

'দ্য পাকিস্তান অবজারভার' -এর ২৯ মে, ২০২১ তারিখের প্রতিবেদন অনুসারে, "আমির খান বলেছিলেন যে এটা সত্য যে আমার স্ত্রী আমাদের বিয়ের আগে আমার ছাত্রী ছিলেন এবং এটি আমার চতুর্থ বিয়ে, তবে আমি মুফতি নই।' রিপোর্টে বলা হয়েছে সেই সময়ে আমির এবং রাবিয়ার ভিডিও পাকিস্তানের টিকটকে খুব ভাইরাল হয়েছিল, যাতে আমিরকে মুফতি বলা হয়েছিল।"




Tags:

Related Stories