সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক মুসলিম মেয়েকে অপহরণ (abduction) করার ভিডিও ব্যবহারকারীরা ভুয়ো সাম্প্রদায়িক (communal) দাবি সহ শেয়ার করে বলেছে তাকে একজন হিন্দু (Hindu) ব্যক্তি মুসলিম (Muslim) অপহরণকারীদের থেকে রক্ষা করার চেষ্টা করেছেন।
বুম দেখে ভিডিওটি শ্রীলঙ্কার গেলিওয়ায় পারিবারিক দ্বন্দ্বের ভিত্তিতে ১৮ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণ করার। অপহৃত কিশোরীকে দুই দিন পরে শ্রীলঙ্কার পুলিশ উদ্ধার করে। যে পথচারী তাকে বাঁচানোর চেষ্টা করেন তাকে ভুলভাবে হর্ষবর্ধন বলে চিহ্নিত করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওয় একটি মেয়েকে জোর করে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে তুলে অপহরণ করার সময় এক পথ চলতি ব্যক্তিকে বাঁধা দিতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, "এটাই চিরন্তন হিন্দুর ঐতিহ্য সে একজন সত্যিকারের নায়ক...আফরোজ এবং ইমরান আয়েশা নামের একটি মেয়েকে অপহরণ করছিল। "হর্ষবর্ধন" নামে একটি ছেলে পাশ দিয়ে যাচ্ছিল। তাকে বাঁচাতে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই মেয়েটিকে রক্ষা করলো যাকে সে চিনতো না। হর্ষবর্ধন আহত হলেও বিপদমুক্ত স্যালুট হিন্দু সিংহ।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভিডিওটি শ্রীলঙ্কার: ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে আমরা শ্রীলঙ্কার সংবাদমাধ্যম কলম্বো গেজেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদনে ভিডিওটি দেখতে পাই। ১২ জানুয়ারী, ২০২৫-এ আপলোড করা ভিডিওয় ঘটনাস্থল গেলিওয়ার বলে উল্লেখ করা হয়েছে।
আমরা সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে জানুয়ারী, ২০২৫-এ এশিয়ান মিরর, কলম্বো গেজেট মতো সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখি ১৮ বছর বয়সী ওই কিশোরীকে একটি প্রত্যাখ্যাত বিয়ের প্রস্তাবের কারণে অপহরণ করা হয়েছিল। আদা ডেরানার রিপোর্ট অনুসারে, মেয়েটি মুসলিম সম্প্রদায়ের এবং তার এক আত্মীয় তাকে অপহরণ করে। কলম্বো গেজেটের ১৩ জানুয়ারির ফেসবুক পোস্ট অনুসারে, অপহরণের দুই দিন পর পুলিশ কিশোরীটিকে উদ্ধার করে।
২. ঘটনার কোনও সাম্প্রদায়িক দিক নেই: বুম শ্রীলঙ্কার ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্টসিকার সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের এই ঘটনা সংক্রান্ত লঙ্কাশ্রী নিউজের ১৩ জানুয়ারু, ২০২৫-এর একটি প্রতিবেদন পাঠায়। প্রতিবেদনে যে যুবক অপহরণে বাঁধা দেওয়ার চেষ্টা করেছিল সামান্য চোট নিয়ে তাকে তার অভিজ্ঞতার বর্ণনা করতে শোনা যায়। এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিউজওয়ারের ১৩ জানুয়ারি, ২০২৫-এর ইনস্টাগ্রাম পোস্ট পাই। পোস্টটি ওই যুবককে মহম্মদ ইসাদীন আরশাদ আহমেদ বলে চিহ্নিত করেছে। ইনস্টাগ্রাম পোস্টের ইংরেজি ক্যাপশন অনুযায়ী, "শ্রীলঙ্কার পুলিশ এক স্কুলছাত্রীকে দাভুলাগালায় অপহরণ থেকে রক্ষা করার চেষ্টা করার জন্য ২৫ বছর বয়সী মোহাম্মদ ইসাদীন আরশাদ আহমেদের সাহসিকতার প্রশংসা করেছে।"
এশিয়ান মিররও আহমেদের মেয়েটিকে রক্ষা করার প্রচেষ্টার বিষয়ে প্রতিবেদন করেছে। দেখুন এখানে।