Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

মুসলিম ছেলের নাম বদলে হিন্দু মেয়েকে বিয়ের ভাইরাল ভিডিও আসলে একটি নাটক

বুম দেখে ভাইরাল ভিডিওটি কাল্পনিক গল্পের উপর ভিত্তি করে মন্টি শর্মা নামক এক ডিজিটাল নির্মাতার তৈরি নাটকের অংশ।

By -  Srijanee Chakraborty |

30 July 2025 4:05 PM IST

এক মুসলিম (Muslim) ব্যক্তির হিন্দু নাম নিয়ে একজন হিন্দু মেয়েকে (Hindu girl) ঠকিয়ে বিয়ে করার একটি নাট্যাংশ আসল ঘটনা হিসাবে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক দাবিসহ (communal claim) ভাইরাল হয়েছে সম্প্রতি।

বুম যাচাই করে দেখে ভিডিওটি মন্টি শর্মা নামক এক ডিজিটাল নির্মাতার তৈরি যিনি এই ধরণের একাধিক ভিডিও তৈরি করেন।

ভাইরাল দাবি 

৪:৪৩ মিনিটের ভাইরাল ভিডিওয় দেখা যায় একটি মেয়ে রবি নামের এক লোককে লুকিয়ে বিয়ে করেন; কিন্তু মেয়েটির মা সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হলে, তদন্তে দেখা যায় ওই লোকটির আসল নাম সেলিম এবং সে মেয়েটিকে ঠকিয়ে বিয়ে করেছে। ভিডিওটি সত্য ঘটনা হিসাবে শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "ওরে হিন্দু মেয়েরা একটু ভালো করে দেখ সেলিম হলেন রবি, নাম বদলে পটিয়ে বিয়ে করলেন একজন হিন্দু মেয়েকে মেয়েটার মা পুলিশ ডেকে আনলে তারপর ?" 

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

অনুসন্ধানে আমরা কী পেলাম: ভাইরাল ভিডিওটি একজন ডিজিটাল ক্রিয়েটরের তৈরি নাটকের অংশ 

১. স্ক্রিপটেড ভিডিও: বুম ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে Actor Monty Sharma নামক একজন ডিজিটাল ক্রিয়েটরের পেজে ভাইরাল ভিডিওটি ২৪ জুলাই, ২০২৫-এর একটি পোস্টে আপলোড করা দেখতে পায়। 

Full View

এছাড়াও, ভিডিওটির একটি ১০ মিনিট ৩৮ সেকেন্ডের দীর্ঘতর সংস্করণ মন্টি দীপক শর্মার ইউটিউব চ্যানেলেও দেখা যায়। 

২. একই ধরণের একাধিক ভিডিও: মহারাষ্ট্রের মুম্বই ভিত্তিক ডিজিটাল নির্মাতা মন্টি শর্মার ফেসবুক পেজে আমরা একই রকমের আরও ভিডিও দেখতে পাই। ওই ভিডিওগুলিতে ভাইরাল ভিডিওর মতো প্রেক্ষাপট এবং একই অভিনেতা, অভিনেত্রীদেরও দেখা যায়। দেখুন এখানে এখানে

এছাড়াও, ২৮ জুলাইয়ে আপলোড করা অন্য একটি ভিডিওয় ইংরেজিতে দেওয়া একটি দাবিত্যাগে জানানো হয়েছে মন্টি দীপক শর্মার তৈরি ওই ভিডিওটি একটি কাল্পনিক ঘটনা নির্ভর। সেখানেও একই ব্যক্তিকে পুলিশের ভূমিকায় দেখা যায় যিনি ভাইরাল ভিডিওতেও ছিলেন।  


আমাদের অনুসন্ধান থেকে নিশ্চিত হই, ভাইরাল ভিডিওটি কাল্পনিক গল্পের উপর তৈরি নাটকের অংশ। 

বুম উল্লেখ্য ফেসবুক পেজটির সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের নিশ্চিত করে ভিডিওটি স্ক্রিপটেড অর্থাৎ কাল্পনিক গল্পের উপর ভিত্তি করে তৈরি একটি নাটক।

Tags:

Related Stories