Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

সৌদি আরবের রাস্তায় মহিলাদের বচসার পুরনো ভিডিও বেঙ্গালুরুর ঘটনা বলে ছড়াল

বুম দেখে মহিলাদের বচসার দৃশ্যটি সৌদি আরবের রিয়াধ শহরে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা।

By - Hazel Gandhi | 13 May 2023 5:11 PM IST

২০১৮ সালে তোলা ভিডিওতে পাঁচ জন বোরখা পরিহিত মহিলার রাস্তায় বচসার দশ্য, তাঁদের মধ্যে একজন একটি বাচ্চাকে বার বার রাস্তায় নামিয়ে রেখে অন্যদের ঘুষি মারতে যাচ্ছেন; ভিডিওটি এই দাবিতে ভাইরাল হয়েছে যে সেটি কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরুর (Bengaluru) ঘটনা।

বুম দেখে ভিডিওটি ২০১৮ সালে সৌদি আরবের (Riyadh) রিয়াধে তোলা হয়। বেঙ্গালুরুর সঙ্গে সেটির কোনও সম্পর্ক নেই।

ওই মহিলাদের ভিডিওটি কর্নাটকে সদ্য সম্পন্ন হওয়া নির্বাচন সম্পর্কিত হ্যাসট্যাগ সমেত শেয়ার করা হচ্ছে। বলা হচ্ছে, “বেঙ্গালুরুর থেকে ১নং ভিডিও। ডাব্লিউটিএফ আন্টি জি আবদুলের স্ত্রী। এই বাচ্চাটি আপনাকে কী করেছে। নিজেদের মধ্যে খুনোখুনি করুন, তাতে কিছু আসে যায় না। কিন্তু এই বাচ্চাটির কী দোষ??”



টুইটটি দেখুন এখানে। আর্কাইভ করা আছে এখানে



তথ্য যাচাই

বুম দেখে ভিডিওটি ২০১৮ সালে সৌদি আরবের রিয়াধে তোলা।

ভিডিওটির একটি প্রধান ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে, আমরা ১৫ সেটেম্বর, ২০১৮ সৌদি সংবাদ সংস্থা ‘খালিজ টাইমস’-এ প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাই। ওই লেখার সঙ্গে দেওয়া ছবিটির সঙ্গে আমাদের ভাইরাল ভিডিওর দৃশ্য মিলে যায়। লেখাটির শিরোনাম ছিল, “রাস্তায় সৌদি মহিলাদের মারপিটের স্তম্ভিত-করা ভিডিওটি ভাইরাল হয়েছে।”



ওই লেখায় বলা হয়, “মারপিটের কারণ জানা যায়নি। তাঁরা এক সঙ্গে ছিলেন কিনা তাও স্পষ্ট নয়।” দেখার জন্য ক্লিক করুন এখানে

ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ও ১২ সেপ্টেম্বর একই রকমের প্রতিবেদন প্রকাশ করে। দেখার জন্য এখানে

ভিডিওটি দেখার সময় কয়েকটি গাড়িকে চলে যেতে দেখি আমরা। এবং সেই গাড়িগুলির নম্বর প্লেট ও সৌদি আরবে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট তুলনা করে নিশ্চিত হওয়া যায় যে, ঘটনাটি সে দেশেই ঘটে।

নম্বর প্লেটের তুলনা দেখুন নীচে। লক্ষ করুন দুই নম্বর প্লেটের নীচের ডান কোণে একটি গোল কালো চিহ্নি রয়েছ। ব্যক্তিগত মালিকানার গাড়িকে ওই চিহ্ন দিয়েই শনাক্ত করা হয় সৌদি আরবে।



ঘটনাটি ঠিক কোন জায়গায় ঘটেছে, বুম তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। কিন্তু এই ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে, ঘটনাটির সঙ্গে বেঙ্গালুরু বা কর্নাটকের নিবার্চনের (Karnataka Votes 2023) কোনও সম্পর্ক নেই।



Tags:

Related Stories