Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

"আটা ৪০ টাকা লিটার": রাহুল গাঁধীর ভাইরাল ভিডিও সম্পাদিত

বুম দেখে ভাইরাল ভিডিওটি কাটছাঁট করা। রাহুল গাঁধী পরে শুধরে নেন।

By - Archis Chowdhury | 12 Sept 2022 4:38 PM IST

কংগ্রেস নেতা (Congress Leader) রাহুল গাঁধীর (Rahul Gandhi) একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে তিনি আটার (Wheat Flour) দাম কেজি (Kilogram) প্রতি না বলে লিটার (Liter) প্রতি বলছেন। বেশ কিছু উল্লেখযোগ্য হ্যান্ডেল থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে এবং আটা মাপার (Flour Measurement) একক  কী, তা না জানার জন্য ক্যাপশনে তাঁর প্রতি কটাক্ষ করা হয়েছে।

বুম যাচাই করে দেখে, যে ভিডিওটি শেয়ার করা হচ্ছে সেটি সম্পাদনা করে তৈরি এবং পর মুহূর্তেই যেখানে রাহুল গাঁধী নিজের ভুলটি শুধরে নেন সেই অংশটি কেটে ফেলা হয়েছে। ভিডিওটির অসম্পাদিত সংস্করণটিতে রাহুল গাঁধীকে বলতে শোনা যায়, ""আটা ছিল প্রতি লিটারে (২০১৪ সালে) ২২ টাকা, আর আজ তা প্রতি লিটারে ৪০ টাকা... প্রতি কেজি।"

৪ সেপ্টেম্বর, ২০২২ দিল্লির রামলীলা ময়দানে 'মেহঙ্গাই পর হল্লাবোল' নামক জনসভায়, অত্যাবশ্যকীয় জিনিসের মূল্য বৃদ্ধি সম্পর্কে বলতে গিয়ে উনি ওই মন্তব্যটি করেন। কিন্তু ওই উক্তির শেষের দিকে তিনি ভুল সংশোধন করে নিলেও সেই অংশটি বাদ দিয়ে দেওয়া হয়। ফলে যে হ্যান্ডেলগুলি থেকে ওই সম্পাদিত ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয় সেগুলিতে কংগ্রেস নেতার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

বেশ কিছু নামকরা সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। তার মধ্যে ছিল টিভি খবরের সঞ্চালক নবিকা কুমারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। তিনি পরে টুইটটি ডিলিট করে দেন। কিন্তু সেটির আর্কাইভ সংস্করণ এখানে দেখা যাবে

বিজেপির সদস্য প্রীতি গাঁধী ও আরও অনেক টুইটার হ্যান্ডেল ভিডিওটি শেয়ার করেন।

অনেক ব্যবহারকারী ভিডিওটি ফেসবুকেও শেয়ার করেন। সেগুলি এখানে এখানে  এখানে এখানে এখানে দেখা যাবে।

আরও পড়ুন: না, ওনাম পালনের জন্য কেরলে মুসলিম ছাত্রীদের বাড়ি পাঠানো হয়নি 

তথ্য যাচাই

বুম ৪ সেপ্টেম্বর, ২০২২ জনসভার মূল দৃশ্যের সন্ধান করে এবং এএনআই-এর টুইটার হ্যান্ডেলে সেটি দেখতে পাওয়া যায়।

তাতে রাহুল গাঁধীকে ভুল করতে দেখা যায়। কিন্তু ৪০ সেকেন্ডে তিনি ভুলটি শুধরে নেন।

জনসভায় দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে বলার সময়, তিনি ২০১৪ সালে কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার থাকাকালিন মূল্য পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করেন। পেট্রোল ও এলপিজির মতো দ্রব্যের দামের কথা বলার পর, উনি আটার প্রসঙ্গ উত্থাপন করে বলেন "আটা (২০১৪ সালে) ছিল লিটার প্রতি ২২ টাকা। আজ তা হয়েছে প্রতি লিটারে ৪০ টাকা।" তারপরেই উনি ভুলটা বুঝতে পারেন ও শুধরে নিয়ে বলেন, "আরম কেজি প্রতি"।

কংগ্রেস পার্টির আপলোড করা ভিডিওটিও আমরা দেখি। সেটির নয় মিনিট ৫৬ সেকেন্ড সময়ে রাহুল গাঁধীকে একই ভুল করতে ও সঙ্গে সঙ্গে তা শুধরে নিতে দেখা যায়।

Full View

পরের ক্লিপটিতে ভুলটি ও তার সংশোধন দেখতে পাওয়া যায়।

Full View

আরও পড়ুন: ২০১১ সালে জাপানে সুনামির ভিডিও জিইয়ে উঠল পাকিস্তানে বন্যার দৃশ্য বলে

Tags:

Related Stories