Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

নিহত নৌসেনা লেফটেন্যান্টের শেষ ভিডিও বলে সংবাদমাধ্যমে প্রকাশিত অসম্পর্কিত ক্লিপ

ভাইরাল ভিডিওর দম্পতি আশিস শেরাওয়াত ও তার স্ত্রী ইয়াশিকা শর্মা ভাইরাল দাবি খণ্ডন করে বুমকে নিশ্চিত করেন ভিডিওটি তাদের।

By -  Srijanee Chakraborty |

25 April 2025 11:41 AM IST

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam) এক দম্পতির নাচ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হয়েছে সেটি বৈসরনে (Baisaran) সাম্প্রতিক জঙ্গি হানায় (terror attack) নিহত ভারতীয় নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের (Vinay Narwal) তার স্ত্রীর সঙ্গে সময় কাটানোর শেষ ভিডিও। সমাজমাধ্যম ব্যবহারকারীদের সাথে সাথে ভিডিওটি শেয়ার করে একই দাবি করেছে বেশ কিছু সংবাদমাধ্যমও। 

বুম দেখে ভাইরাল ভিডিওয় আসলে নরওয়াল দম্পতির নয়; ভিডিওতে আদতে আশিস শেরাওয়াত ও তার স্ত্রী ইয়াশিকা শর্মাকে দেখা যায়। তারা ভাইরাল দাবি খণ্ডন করে বুমকে নিশ্চিত করেছেন ক্লিপটি তাদের। 

কাশ্মীরের পহেলগাঁওয়ের পর্যটন কেন্দ্র বৈসরনে গত ২২ এপ্রিলের জঙ্গি হানায় ২৬ জন নিহত হয়েছেন যার মধ্যে এক স্থানীয় বাসিন্দা ছাড়া সবাই পর্যটক ছিলেন। জঙ্গিদের চালানো নির্মম হত্যাকাণ্ডে এক নেপালি পর্যটকও প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন ছিলেন ভারতীয় নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। নরওয়াল তার সদ্য বিবাহিত স্ত্রীয়ের সঙ্গে ছুটিতে কাশ্মীর গিয়েছিলেন।

সংবাদ প্রতিদিন ভাইরাল ভিডিওটি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিনয় নরওয়ালের শেষ ভিডিও হিসাবে পোস্ট করে। 


এছাড়াও, এইসময়, আনন্দবাজার পত্রিকাহিন্দুস্তান টাইমস বাংলার মতো সংবাদমাধ্যমগুলি ভিডিওটিকে নরওয়াল দম্পতির শেষ ভিডিও বলে প্রতিবেদন প্রকাশ করেছে। 

এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, "লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের খাসমীর থেকে শেষ ভিডিও। কল্পনা ও করতে পারছি না।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

তথ্য যাচাই

বুম ভাইরাল ভিডিওয় দৃশ্যমান দম্পতিকে ভারতীয় রেলে কর্মরত আশিস শেরাওয়াত ও তার স্ত্রী ইয়াশিকা শর্মা হিসাবে চিহ্নিত করেছে। 

আমরা তাদের সঙ্গে যোগাযোগ করলে, আশিস শেরাওয়াত আমাদের ভিডিওটির মেটাডাটা দেখায় যেখানে দেখা যায় ভিডিওটি পহেলগাঁওয়ে জঙ্গি হানার আট দিন আগে ১৪ এপ্রিল, ২০২৫-এ তোলা হয়েছে। 


আশিস আমাদের বলেন, "এই ভিডিও আমরা ১৪ এপ্রিল, ২০২৫-এ পহেলগাঁওয়ে তুলেছিলাম। ওখানে হামলার পর আমাদের কাছে বন্ধুদের ফোন আসতে থাকে। এরপর, আমরা একটি ভিডিও পোস্ট করে জানাতে চেয়েছিলাম আমরা সুরক্ষিত আছি। কিন্তু, ভিডিওতে অনেকে খারাপ কমেন্ট করায় আমরা সেটি ডিলিট করে দিয়েছি।"

আশিস আমাদের আরও বলেন, তার কিছু কাছের মানুষ তাকে জানায় তার ভিডিও বিভ্রান্তিকরভাবে ব্যবহার করা হচ্ছে এবং মিডিয়াতে ভিডিওটি নিহত নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল ও তার স্ত্রীর বলে শেয়ার করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে, আশিস ও তার স্ত্রী ইয়াশিকা ২৩ এপ্রিল তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভুয়ো তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলিকে রিপোর্ট করার আর্জি জানিয়েছেন ব্যবহারকারীদের কাছে।

আর্কাইভ দেখুন এখানে

আশিস বুমকে বলেন তিনি যারা এই ভুয়ো তথ্য ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চান। 

(অতিরিক্ত রিপোর্টিংঃ শেফালী শ্রীবাস্তব)

Tags:

Related Stories