Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভারত-পাকিস্তান খেলায় বাজছে 'জয় শ্রী রাম'? ছড়াল পুরনো, সম্পাদিত ভিডিও

বুম ভিডিওতে দেখতে পাওয়া ডিজের সাথে কথা বলে নিশ্চিত হয় সম্পাদনা করে সেখানে 'জয় শ্রী রাম' গানটি জোড়া হয়েছে।

By -  Shrey Banerjee |

15 Sept 2023 7:00 PM IST

সম্প্রতি শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের (Asia Cup) খেলায় ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) দল মুখোমুখি হয় পাকিস্তানের। 'সুপার ৪' এর সেই খেলায় পাকিস্তানকে (Pakistan) পর্যুদস্ত করে ২২৮ রানে ম্যাচ জিতে নেয় ভারত।

এরই মধ্যে ভারত ও পাকিস্তানের সেই খেলায় মাঠে উপস্থিত একজন ডিজে হিন্দুত্ববাদী 'জয় শ্রী রাম' গান চালিয়েছেন দাবি করে এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  

বুম যাচাই করে দেখে ভিডিওটি পুরনো ও সম্পাদিত। ভিডিওতে উপস্থিত ডিজে বিশাল আমাদের জানান জয় শ্রী রাম গানটি তিনি নিজে সম্পাদনা করে ভিডিওটিতে যোগ করে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছিলেন। ওই ভিডিওই পরবর্তীতে সাম্প্রতিক ভারত-পাকিস্তান ম্যাচের সাথে জুড়ে ছড়িয়ে পরে সমাজ মাধ্যমে।   

এবছরের সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ চলাকালীন প্রকাশিত কিছু সংবাদ প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে মুক্তি পাওয়া বিতর্কিত আদিপুরুষ সিনেমার 'রাম সিয়া রাম' গানটি শ্রীলংকায় ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলার সময়। এর আগে সিনেমার সংলাপকে কেন্দ্র করে সমালোচিত হয় আদিপুরুষ ছবির নির্মাতারা, হিন্দু মহাকাব্য রামায়ণের অবমাননাকর বিকৃতির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। প্রবল চাপের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন ওই সিনেমার সংলাপ লেখক মনোজ মুনতাশির।         

ভাইরাল এই ভিডিও পোস্ট করে এক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন,"ভারত পাকিস্তানের ম্যাচ হবে আর জয় শ্রীরাম ডিজে বাজবে না, এটা এই নতুন ভারতে সম্ভব নয় তাই স্টেডিয়াম জুড়ে জয় শ্রী রাম।"


ভিডিওটির আর্কাইভ এখানে দেখা যাবে।


তথ্য যাচাই 

বুম প্রথমে ভিডিওটিকে কয়েকটি ফ্রেমে ভেঙে নিয়ে রিভার্সের সার্চ করায় এক পোস্ট খুঁজে পায় যেখানে উপস্থিত ব্যক্তির সাথে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তিটির মিল দেখা যায়।

আমরা এরপর লক্ষ্য করি প্রোফাইলটির নাম হল dj_vishal_jodhpur যিনি বিভিন্ন অনুষ্ঠানে ডিজে হিসেবে অনুষ্ঠান করেন।

এরপর সেই প্রোফাইলে আমরা এক ভিডিও খুঁজে পাই যেখানে 'জয় শ্রী রাম' গান চলাকালীন স্টেডিয়ামের দৃশ্য দেখান হয়েছে ও ডিজে বিশালকে পারফর্ম করতে দেখা যাচ্ছে। স্টেডিয়ামে দর্শককেও সেই গানে মেতে উঠতে দেখা যায়।

২০২৩ সালের ৮ সেপ্টেম্বর অর্থাৎ এবছরের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের দ্বিতীয় ম্যাচটির ঠিক দুদিন আগে করা ওই পোস্টের ক্যাপশন হিসেবে ইংরেজিতে লেখা হয়,"জয় শ্রী রাম জি"।

এরপর আমরা দেখতে পাই ডিজে বিশাল ২০২২ সালের ৫ ডিসেম্বর তারিখেও এই একই ভিডিও তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তবে সেখানে আমরা 'জয় শ্রী রাম' গানটির পরিবর্তে বলিউড ছবি বাজিরাও মাস্তানির 'মালহারি' গানটি শুনতে পাই।

ওই ভিডিও পোস্ট করে বিশাল লেখেন, "যোধপুরে লেজেন্ড লীগ ক্রিকেট খেলার তৃতীয় দিন বার্কাতুল্লাহ খান স্টেডিয়ামে....প্রচুর ভীড় হয়েছে, ভরে ভরে মানুষ আসছে!" 

ইএসপিএন ক্রিকইনফোর ওয়েবসাইট থেকে আমরা লেজেন্ড লীগ ক্রিকেট প্রতিযোগিতার সময়সূচী দেখতে পাই। ওই সময়সূচি অনুযায়ী, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর থেকে সেবছরের ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় লেজেন্ড লীগ। সেসময় যোধপুরের ওই স্টেডিয়ামে লেজেন্ডস লীগের ৪ টি ম্যাচ - ৩০ সেপ্টেম্বর গুজরাট জায়েন্টস বনাম ভিলওয়াড়া কিংস, ১ অক্টোবর ইন্ডিয়া ক্যাপিটাল্স বনাম মণিপাল টাইগার্স, ২ অক্টোবর ভিলওয়াড়া কিংস বনাম ইন্ডিয়া ক্যাপিটাল্স ও ৩ অক্টোবর গুজরাট জায়েন্টস বনাম ভিলওয়াড়া কিংস আয়োজিত হয়।     


এই তথ্যকে সূত্র ধরে আমরা ডিজে বিশালের সাথে যোগাযোগ করি। বিশাল আমাদের জানান ভাইরাল ভিডিওটির সাথে সাম্প্রতিক ভারত ও পাকিস্তানের ম্যাচে 'জয় শ্রী রাম' গান বাজার দাবিটির কোনও সম্পর্ক নেই।        

বিশাল বলেন, "আপনারা যে ভিডিওটা দেখতে পেয়েছেন সেটা আমি সম্পাদনা করে নিজের প্রোফাইলে রিল হিসেবে শেয়ার করি। যোধপুরে লেজেন্ড লীগ ক্রিকেট চলাকালীন ভিডিওটি রেকর্ড করা হয়। সম্পাদনা করে আমি ভিডিওটিতে 'জয় শ্রী রাম' গানটি যোগ করলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তা এশিয়া কাপের বলে অনুমান করে এবং ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আমি আমার পোস্টে ভিডিওটি এশিয়া কাপের বলে কোনও উল্লেখ করিনি।"

তিনি বুমকে স্পষ্টভাবে জানান,"ভিডিওটি যখন তোলা হয় সেসময় অন্য গান বাজছিল। আমি সেই জায়গায় জয় শ্রী রাম গানটি যোগ করার পর থেকেই বিভ্রান্তিকর পোস্ট ছড়াতে শুরু করে। এবিষয়ে আমি ইনস্টাগ্রামকেও অবগত করেছি ও আবেদন করেছি যাতে এই ভিডিওগুলি সরিয়ে দেওয়া হয়।" 



Tags:

Related Stories