Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

সামরিক মহড়ার পুরনো ভিডিও ভুয়ো দাবিতে ছড়াল ইউক্রেন অভিমুখে রুশ যুদ্ধ বিমান

বুম যাচাই করে দেখে ভাইরাল সামরিক মহড়ার ভিডিওটি ২০১৯ সাল থেকে অনলাইনে রয়েছে।

By - Sk Badiruddin | 10 March 2022 3:32 PM IST

সোশাল মিডিয়ায় পুরনো সামরিক (military exercise) মহড়ার ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে ইউক্রেনে (Ukraine Russia Conflicts) রাশিয়ার যুদ্ধবিমান ট্যাঙ্কার উড়িয়ে নিয়ে যাচ্ছে।

রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ স্থানীয় কূটনীতিকরা বৈঠকে মিলিত হলেও রাশিয়ার তরফে ইউক্রেনে আক্রমণের তেজ বৃদ্ধি পেয়েছে। বন্দর নগরী মারিউপোলে এক হাসপাতালে বোমা হানায় একজন শিশু সহ তিনজন নিহত। আহত হয়েছেন ১৭ জন। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন শিশু সহ, সন্তান প্রসবের জন্য অপেক্ষারত এক মহিলা এবং ডাক্তারেরা।

ভাইরাল হওয়া ৭ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওটিতে সামরিক কপ্টারকে ফিতে দিয়ে বেঁধে সামরিক গাড়ি যুদ্ধের ট্যাঙ্কার উড়িয়ে নিয়ে যেতে দেখা যায়।

ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছ, "রাশিয়ার ভয়ংকর বিমান হামলা ইউক্রেনের সেনাঘাটিতে। রাশিয়ার ভয়ংকর বিমান হামলা ইউক্রেনের সেনাঘাটিতে, উঠিয়ে নিয়ে যাচ্ছে শক্তিশালী যুদ্ধ ট্যাংকার গাড়ি...."

ভিডিওটি দেখুন এখানে


তথ্য যাচাই

বুম ভিডিওটির কি ফ্রেম রুশ সার্চ ইঞ্জিন ইয়ান্ডেক্সে রিভার্স সার্চ করে ইউটিউবে 'মিলিটারি আর্কাইভ'নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওর একই দৃশ্য ২০১৯ সালের ১৫ অগস্ট আপলোড করা হয়।

ভিডিওটির শিরোনাম লেখা হয়, "ভারি পরিবাহন, ডাচ সিএইচ-৪৭ চিনুকের ঝোলানো ভারের প্রশিক্ষণ"

Full View

(ইংরেজিতে মূল শিরোনাম: "Heavy Delivery" Dutch CH-47 Chinooks Sling Load Training)

ভিডিওটির বর্ণনাতে লেখা হয়েছে, নেদ্যারল্যাল্ডে ২০১৮ সালে ফ্যলকম অটম সামরিক মহড়ার সময় তোলা হয়েছিল ভিডিওটি। ওই সামরিক মহড়া চলে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

প্রায় একই শিরোনামে ইউটিউবে আরেকটি চ্যানেলে ভিডিওটি ২০১৯ সালের ১৮ অগস্ট আপলোড করা হয়।

বুম নিশ্চিত হয়েছে ভিডিওটি ইউক্রনে রাশিয়ার আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত নয়, তবে বুমের পক্ষে স্বাধীনভাবে এই ভিডিওর উৎস যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ভুয়ো দাবি: উত্তরপ্রদেশের ছাত্রী ও পঞ্চায়েত প্রধান বৈশালী যাদব গ্রেফতার

Tags:

Related Stories