Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

এক নারীর দুই পুরুষকে বিয়ের সাজানো ভিডিও গণমাধ্যম সত্যি বলে প্রচার করল

বুম যাচাই করে দেখে দুই পুরুষকে এক মহিলার বিবাহের ভাইরাল ভিডিওটি বিনোদনের জন্য মঞ্চস্থ করা।

By - Hazel Gandhi | 21 March 2023 5:56 PM IST

দু'জন পুরুষ একই মহিলাকে বিয়ে করছে এমন একটি সাজানো ঘটনার ভিডিওকে নিউজ-১৮ হিন্দি (News18 Hindi) এবং ডিএনএ (DNA) সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বাস্তব ঘটনা বলে শেয়ার করেছে। বুম দেখে ভিডিওটি একটি সাজানো (Scripted Videos) নাটকের চিত্ররূপ এবং তার পাত্রপাত্রীরা সকলেই অভিনেতা-অভিনেত্রী।

এর আগেও বুম বাস্তব ঘটনা বলে চালানো এ ধরনের সাজানো ভিডিওর পর্দাফাঁস করেছে, যার কিছু-কিছু আপনারা দেখতে পারেন এখানেএখানে

নিউজ-১৮ হিন্দি ভিডিওটি শেয়ার করে শিরোনাম দিয়েছে, “দুটি ছেলে একই মেয়েকে পালা করে বিয়ে করলো, তাকে এক সঙ্গে মঙ্গলসূত্রও পরালো। শেয়ার করে যত্ন নেওয়ার দুর্দান্ত উদাহরণ!”

(মূল হিন্দিতে শিরোনাম: "2 लड़कों ने बारी-बारी से भरी लड़की की मांग, मिल-बांट कर पहनाया मंगलसूत्र, Sharing Is Caring की जबरदस्त मिसाल")

প্রতিবেদনটি আর্কাইভ করা আছে এখানে। 

একই ধরনের একটি প্রতিবেদন ডিএনএ প্রকাশ করেছে। (আর্কাইভ লিঙ্ক দেখুন এখানে)

প্রতিবেদনটির শিরোনাম: “হে ভগবান! স্কুলে দুটি ছেলেকেই মেয়েটা ভালবাসত, দুজনকেই একসঙ্গে বিয়ে করে ফেললো! অনবদ্য ছবি ভাইরাল হয়েছে!” ("মূল হিন্দিতে শিরোনাম: OMG: स्कूल में दो लड़कों से था प्यार, दोनों ने एकसाथ भरी मांग, अनोखी शादी की तस्वीर वायरल")

সংবাদমাধ্যম টিভি-৯ এই একই ভিডিও শেয়ার করেছে। প্রতিবেদনটি আর্কাইভ করা আছে এখানে

টুইটারেও এই ভিডিওটির একটি অংশ শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়েছে, “দুটি ছেলে একই মেয়েকে পালা করে বিয়ে করেছে এবং মেয়েটির মাথায় সিঁদুর লেপেছে। স্কুলে পড়ার সময় থেকেই মেয়েটি দুটি ছেলের সঙ্গেই প্রেম করতো। তিন জনেই সম্পর্কে জড়িয়ে ছিল, এখন বিয়ের মাধ্যমে সেই সম্পর্কটাই বৈধ করে নিল।”


টুইটটি আর্কাইভ করা আছে এখানে। 



 টুইটটি আর্কাইভ করা আছে এখানে

ফেসবুকেও একই দাবিতে পোস্ট করা হয়েছে। 


ফেসবুক পোস্টটি দেখুন এখানে। 

 


তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে ২০২২ সালের নভেম্বর মাসে পোস্টটি ফেসবুকে শেয়ার করা হয়, এবং ভিডিওর পাত্রপাত্রীরা সকলেই অভিনেতা-অভিনেত্রী।

আমরা ‘দুটি ছেলের একই মেয়েকে বিয়ে করা’ (মূল হিন্দিতে: "दो लड़कों ने एक लड़की से शादी, भारी मांग, लगा मंगलसूत्र,") ইত্যাদি শব্দ ইউটিউবে সার্চ করে আমরা ২৬ নভেম্বর, ২০২২ আপলোড হওয়া একই দৃশ্যের একটি পূর্ণাঙ্গ ভিডিও খুঁজে পাই।


Full View


যেহেতু অধিকাংশ ভিডিওতেই “শেয়ার করেই যত্ন নিতে হয়” কথাগুলি শিরোনাম বা ক্যাপশনে ব্যবহৃত হয়েছে, তাই আমরা ফেসবুকেও ওই শব্দগুলি বসিয়েই খোঁজ লাগাই। আর এই ভাবেই আমরা ‘টুক্কা’ নামের একটি ফেসবুক পেজে ১০ নভেম্বর, ২০২২ মূল ভিডিওটি আপলোড হতে দেখি। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই ভিডিওটি ১৯ লক্ষ 'ভিউ' পেয়েছে।


Full View


এই ‘টুক্কা’ পেজটির পরিচিতিতে লেখা রয়েছে, “এটি একটি বিনোদনভিত্তিক প্রচেষ্টা, যার লক্ষ্য পরিচ্ছন্ন পারিবারিক বিষয়বস্তু সরবরাহ করা।”



পেজটি দেখতে ক্লিক করুন এখানে

ভিডিওটির শেষ দিকে স্ক্রিনের ওপর এক সেকেন্ডের জন্য একটি 'ঘোষণা' ফুটে ওঠে, যাতে লেখা রয়েছে, এটিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করা হয়েছে। তাতে আরও লেখা— “টুক্কা প্রোডাকসন প্রযোজিত এই ভিডিওটি স্রেফ বিনোদনের জন্য তৈরি করা হয়েছে...প্রতিটি ব্যক্তি, পেশা ও সংগঠনকে আমরা শ্রদ্ধা করি.. এবং যে-কোনও ভূমিকায় অভিনয় করাটা শুধুমাত্র আপনাদের বিনোদনের উদ্দেশ্যে করা।”



যে-মেয়েটিকে এই ভিডিওতে দেখা যাচ্ছে, তাকে ‘টুক্কা’র পেজেই অন্য একটি ভিডিওতেও অন্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। ওই অন্য ভিডিওটিতে মেয়েটি একজন প্রতারকের ভূমিকায় অভিনয় করেছে, যে লোককে ঠকিয়ে টাকা রোজগার করে। ভিডিওর অন্য একটি চরিত্রকে দেখা যাচ্ছে, মেয়েটির স্বীকারোক্তি আদায় করার জন্য তাকে সজোরে চড় মারতে।


Full View


একই অভিনেত্রীর দুটি ভিডিওর তুলনা নীচে দেখে নিতে পারেন। বাঁ দিকে ভাইরাল ভিডিওটি রয়েছে, আর ডান দিকে ‘টুক্কা পেজ’-এর অন্য ভিডিওঃ



 টুক্কা’র অ্যাডমিন-এর সঙ্গেও আমরা এই ভিডিওটির আরও তথ্যের ব্যাপারে যোগাযোগ করেছি, তাদের প্রতিক্রিয়া পেলেই সেই অনুযায়ী প্রতিবেদনটি সংস্করণ করা হবে।




Tags:

Related Stories