Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

পাক চর জ্যোতি মালহোত্রর সঙ্গে বাম নেতা সৃজন ভট্টাচার্যের সম্পাদিত ছবি ভাইরাল

বুম দেখে ভাইরাল ছবিতে সম্পাদনা করে জ্যোতি মালহোত্রর মুখ বসানো হয়েছে, আসল ছবিতে সৃজন ভট্টাচার্যের পাশে এক এসএফআই কর্মীকে দেখা যায়।

By - Srijanee Chakraborty | 22 May 2025 1:40 PM IST

পাকিস্তানের গুপ্তচর (Pakistan spy) হওয়ার অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্রর (Jyoti Malhotra) সঙ্গে সিপিআইএম (CPIM) নেতা সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharya) সম্পাদিত ছবি আসল হিসাবে সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুম দেখে এক এসএফআইয়ের মহিলা কর্মীর সঙ্গে সৃজন ভট্টাচার্যের ছবির উপর কারসাজি করে জ্যোতি মালহোত্রর মুখ বসানো হয়েছে। 

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার হন ইউটিউবার ও নেটপ্রভাবি জ্যোতি মালহোত্র। এরপরই, প্রকাশ্যে আসে ট্রাভেল ব্লগিংয়ের জন্য কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়ও ঘুরে গেছেন জ্যোতি। 

এই প্রেক্ষাপটে, সৃজন ভট্টাচার্য ও জ্যোতি মালহোত্রর ছবিটি ভাইরাল হয়। 

এক ফেসবুক ব্যবহারকারি ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা,,,,! এদেরকে চিনে রাখুন।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

তথ্য যাচাই 

বুম সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ভাইরাল ছবির সঙ্গে আরও একটি ছবিসহ ২০ মে, ২০২৫ তারিখের একটি পোস্ট দেখতে পায়। ওই পোস্টে, সৃজন জানান তার সঙ্গে এক এসএফআই কর্মীর ছবিতে সম্পাদনা করে জ্যোতি মালহোত্রর মুখ বসানো হয়েছে। 

পোস্টে তিনি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করার উল্লেখও করেছেন।

Full View

দেখুন এখানে। 

এরপর, আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে এবিষয়ে আনন্দবাজার পত্রিকার গত ২০ মে-র একটি প্রতিবেদন পাই। ওই প্রতিবেদন থেকে জানতে পারি, পূর্বাদ্রি পোদ্দার নামের বরাহনগরের এক এসএফআই কর্মীর সঙ্গে সৃজন ভট্টাচার্যের ছবিতে সম্পাদনা করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়। 

প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে, আমরা পূর্বাদ্রি পোদ্দারের ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পাই। আমরা সেখানে ২৩ এপ্রিল, ২০২৫-এ আপলোড করা সৃজন ভট্টাচার্য ও পূর্বাদ্রির একটি ছবি পাই যা ভাইরাল ছবির সঙ্গে মেলে। 

Full View

নীচে দুটি ছবির একটি তুলনা দেওয়া হল।


আমরা অনুসন্ধানের মাধ্যমে এইসময়ের ইউটিউব চ্যানেলে তার সম্পাদিত ছবি ভাইরাল হওয়া সংক্রান্ত খবর পূর্বাদ্রির দেওয়া একটি সাক্ষাৎকার পাই। তার অভিযোগ, আলিপ সমাদ্দার নামক এক ফেসবুক ব্যবহারকারী প্রথম সম্পাদিত ছবিটি পোস্ট করেন। যদিও, পোস্টটি পরে ডিলিট করে দেওয়া হয়। 

Full View

তিনি জানান, তার ও সৃজন ভট্টাচার্যের আসল ছবিটি ২০২৫ সালের ২০ এপ্রিল ব্রিগেডে সিপিএমের সমাবেশে তোলা। এছাড়াও, তিনি বরাহনগর থানার সাইবার ক্রাইম বিভাগেও এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করার কথা জানান। 

Tags:

Related Stories