এক তরুণীর সাদা কাপড়ে ঢাকা মৃতদেহের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হচ্ছে ঘটনাটি বাংলাদেশের (Bangladesh) মাদারীপুর জেলায় ঘটেছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিতে দেখতে পাওয়া তরুণীর খুনের ঘটনাটি পাঞ্জাবের (Punjab) পাটিয়ালার(Patiala); তরুণীর দেহটি ভাকরা ক্যানেলে পাওয়া যায়।
সোশ্যাল মিডিয়ায় তরুণীর ওই মৃতদেহ একাধিক ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখা হচ্ছে, “মাদারীপুর সদর উপজেলা ঘনিয়ার বিলে, কে বা কাহারা মেয়েটিকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে রেখে যায়, এখনো মেয়েটির পরিচয় সনাক্ত করা যায় নি, মেয়েটির পরিবারের সন্ধান পেতে পোস্ট টি দ্রুত শেয়ার করবেন ।”
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আর্কাইভটি দেখতে ক্লিক করুন এখানে।
ফ্যাক্ট চেক
বুম ভাইরাল ছবিটি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ক্রেজি নিউজ ইন্ডিয়া (আর্কাইভ) নামের একটি ওয়েবসাইট দেখতে পাই যেখানে প্রকাশিত এক প্রতিবেদনে ভাইরাল হওয়া তরুণীর মৃতদেহের ছবিটি ব্যবহার করা হয়। ওই প্রতিবেদন থেকে আমরা জানতে পারি, ঘটনাটি পাঞ্জাবের পাটিয়ালাতে ঘটে। সেখানে একটি চ্যানেল এর কাছে ওই তরুনীর মৃতদেহ পাওয়া যায় এবং তরুণীটির নাম নিশা সোনি বলা হয়েছে। এছাড়াও পুলিশ ৩৩ বছরের একজন পুলিশকে এই ঘটনার সাথে জড়িত থাকার কারণে গ্রেফতার করে।
এটিকে সূত্র ধরে আমরা গুগলে কীওয়ার্ড সার্চ করলে এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত একাধিক প্রতিবেদন পাই। প্রতিবেদনগুলি দেখুন এখানে এবং এখানে।
২৩ জানুয়ারী প্রকাশিত মিন্ট এর প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই ২২ বছরের তরুণী হিমাচল প্রদেশের মান্ডির বাসিন্দা ছিলেন এবং বিমান সেবিকা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন তাই তিনি চন্ডীগড়ে থাকতেন। পুলিশ নিশার খুনের অভিযুক্ত হিসেবে যুবরাজ নামের এক পুলিশকর্মীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নিশার বন্ধু ছিল।
ওই একই ছবি সাম্প্রদায়িক দাবিসহ হিন্দিতে শেয়ার হলে বুম হিন্দি সেটির তথ্য যাচাই করে। বুম হিন্দি রূপনগর ডিএসপি রাজপাল সিংহ সাথে যোগাযোগ করলে তিনি জানান সাম্প্রদায়িক দাবিটি মিথ্যে।