সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর (Lal Krishna Advani) পাশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) দাঁড়িয়ে থাকার একটি ছবি শেয়ার করে বিভ্রান্তিকর এক দাবিতে বলা হয় প্রধানমন্ত্রী ও আডবাণী রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন।
বুম দেখে দাবিটি বিভ্রান্তিকর; ওইদিনের অনুষ্ঠানের অন্যান্য ছবিতে রাষ্ট্রপতি মুর্মুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে বসে থাকতে দেখা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং অন্যান্যদের উপস্থিতিতে সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লালকৃষ্ণ আডবাণীকে ভারত রত্ন দিয়ে সম্মানিত করেন। দুর্বল স্বাস্থ্য এবং চলাচলে সীমাবদ্ধতার কারণে লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি দাঁড়িয়ে থাকাকালীন বসে থাকার জন্য মোদী তাঁর পদমর্যাদাকে অসম্মান করেছেন - এমন সমালোচনা করে ছবিটি শেয়ার করা হয়েছে।
শিবসেনা নেত্রী ও রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী ভাইরাল ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "যে মহিলা দাঁড়িয়ে আছেন তিনি ভারতের রাষ্ট্রপতি, যেখানে ভারতের প্রধানমন্ত্রী বসে আছেন। দয়া করে ছবিটির ক্যাপশন দিন? (অনূদিত)"
(ইংরেজিতে আসল দাবি: "The lady standing is the President of India while the PM of India is seated. Caption the pic please?")
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন এবং আর্কাইভের জন্য এখানে ক্লিক করুন।
ভাইরাল ছবিটি ফেসবুকেও একাধিক ব্যবহারকারী শেয়ার করেছেন। একজন ব্যবহারকারী শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “ইনি ভারতের রাষ্ট্রপতি ! দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন আর প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা বসে আছেন, এ কোন ভারতবর্ষ? শিষ্টাচারের 'অমৃতকালে' তাঁর এই পতনের সাক্ষ্য হয়ে রইবে ইতিহাস।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
এই একই ছবি শেয়ার করে আরও এক ব্যবহারকারী লেখেন, “রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন আর প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছেন!!!!! আশ্চর্য লাগছে ভাবতে, সন্মান শ্রদ্ধা,শিক্ষার কি হাল হচ্ছে দিন দিন ভারতবর্ষের দুঃখ পেলাম এইভেবে যে,একজন রাষ্ট্রপতি, আদিবাসী বলে এত বড়ো অপমান!!!”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে যে দাবিগুলি বিভ্রান্তিকর। রাষ্ট্রপতি মুর্মুকে অনুষ্ঠানের অন্যান্য ছবিতে প্রধানমন্ত্রী মোদী এবং লালকৃষ্ণ আডবাণীর সাথে বসে থাকতে দেখা গেছে।
আমরা এই ঘটনা সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব ইউটিউব চ্যানেলে ৩১ মার্চ ২০২৪ তারিখে আপলোড করা একটি ভিডিও পাই। ভিডিওটির শিরোনাম ছিল, "লাইভ: প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে রাষ্ট্রপতি শ্রী এল কে আডবাণীজিকে ভারতরত্ন প্রদান করেন"।
ভিডিওটিতে রাষ্ট্রপতিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তবে ০:০৩ ও ০:৩০ সেকেন্ডের একটি অংশে আডবাণীকে পদক দেওয়ার পরে তাকে দুজনের সাথে বসে থাকতে দেখা যায়।
এছাড়াও, আমরা লক্ষ্য করেছি যখন দ্রৌপদী মুর্মু ভারত রত্ন প্রদান করছিলেন, তখন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ও অন্যান্য দর্শকদের বসে ছিলেন।