Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

নরেন্দ্র মোদী, হীরাবেন ও যশোদাবেনের এক সঙ্গে বসে থাকার ছবি ফোটোশপ করা

বুম যাচাই করে দেখে যশোদাবেনের ছবিটি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মায়ের সাম্প্রতিক সাক্ষাতের ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

By - Sk Badiruddin | 13 Dec 2022 5:27 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর ছাড় হওয়া স্ত্রী যশোদাবেন (Jashodaben) এবং মা হীরাবেনের (Heeraben) সঙ্গে একই সোফায় পাশাপাশি বসে আছেন, এমন একটি ছবি ফোটোশপ (Photoshop) করে জুড়ে কটাক্ষ করা হচ্ছে সোশাল মিডিয়ায়।

বুম দেখে যশোদাবেনের ছবিটা ফোটোশপ করে জোড়া হয়েছে। গত ২ ডিসেম্বর গুজরাত বিধানসভার নির্বাচনে ভোট দিতে মোদী আমেদাবাদে গিয়ে মা হীরাবেনের সঙ্গে দেখা করলে উভয়ের একসঙ্গে বসা এই ছবিটি তোলা হয়েছিল।

ভাইরাল হওয়া এই ছবিটিতে দেখানো হয়েছে, মা হীরাবেনের সঙ্গে একই সোফায় মোদি তাঁর বিচ্ছিন্না স্ত্রী যশোদাবেনের সঙ্গেও বসে রয়েছেন। পিছনের দেওয়ালে টাঙানো রয়েছে পুত্র মেদীকে মা হীরাবেনের খাইয়ে দেওয়ার একটি ছবিও।

পোস্টটিতে হিন্দি ক্যাপশনে লেখা হয়েছে, "স্ত্রী ছাড়া পরিবার অসম্পূর্ণ। এখন সেটি সম্পূর্ণ লাগছে।"

ইনস্টাগ্রামের এই পোস্টটি দেখুন এখানে

 

তথ্য যাচাই

বুম ছবিটির খোঁজখবর চালিয়ে দেখেছে, মূল ছবিটি ৪ ডিসেম্বর, ২০২২ ইন্ডিয়া টুডে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। টাইমস অবইন্ডিয়াতেও মোদীর এই সফরের ছবি প্রকাশিত হয়েছিল, যাতে দেখা যাচ্ছে, প্রাধানমন্ত্রী মোদী কেবলমাত্র তাঁর মা হীরাবেনের পাশে সোফায় বসে চা পান করছেন। এই মূল ছবিতে মোদির স্ত্রী যশোদাবেন কোথাও উপস্থিত নেই।

৪ ডিসেম্বর ২০২২ সংবাদসংস্থা এএনআই-এর টুইট করা একই বিষয়ের একটি ভিডিওতেও আমরা একই দৃশ্য দেখি। ৫৩ সেকেন্ডের ওই ভিডিওটির ক্যাপশন—" গুজরাতে গাঁধীনগরে তাঁর মা হীরাবেনের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী"l

ছবি কিংবা ভিডিও কোনওটিতেই মোদীর স্ত্রী যশোদাবেনের কোনও উপস্থিতি নেই।

৪ ডিসেম্বর নরেন্দ্র মোদী গুজরাতের আমেদাবাদে যান এবং ভোট দিতে যাওয়ার আগে তাঁর ৯৯ বছর বয়স্কা মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। এর পরের দিন ৫ ডিসেম্বর গুজরাতে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ ছিল।

তাঁর এই সাক্ষাতের ভিডিওটি নরেন্দ্র মোদীর যাচাই করা ইউটিউব চ্যানেল এবং সিএনএন নিউজ-১৮-এর মতো সংবাদ-চ্যানেলেও প্রচার করা হয়।

বুম আরও লক্ষ করেছে যে, প্রধানমন্ত্রীর বিচ্ছিন্না স্ত্রী যশোদাবেনর ছবিটি ২০১৭ সালে হিন্দি সংবাদপত্র রাজস্থান পত্রিকার ওয়েসাইটে প্রকাশিত একটি পুরনো ছবি থেকে তুলে নিয়ে জোড়া হয়েছেl

মূল ছবির সঙ্গে ফোটোশপ করা ছবির তুলনা নীচে দেওয়া হল।

উপরন্তু, ভাইরাল হওয়া ছবিতে এমন কিছু "@deep4india" জলছাপ রয়ে গেছে, যা থেকে বোঝা যায়, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আসল ছবিটি থেকে ফোটোশপ করে তৈরি করা হয়েছে।

 

Tags:

Related Stories