রাজনৈতিক দল নির্বিশেষে মানুষকে অন্যায়ের পক্ষে না থাকার উপদেশ দিচ্ছেন একজন পুলিশকর্তা (police) দাবি করে সম্প্রতি এক ভিডিও ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওয় দৃশ্যমান পুলিশকর্তা আসল কোনও ব্যক্তি নন, এআই দিয়ে তৈরি এক চরিত্র।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওতে ওই পুলিশকর্তাকে মঞ্চে একটি মাইকের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতে দেখা যায়। তিনি বলেন, "আপনি যে দলই করেন না কেন, সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। একটা কথা মনে রাখবেন, ক্ষমতার বড়াই আর টাকার অহংকার শেষ হবে একদিন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত।"
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "স্যালুট জানাই স্যার একদম সত্যি কথা।" পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি এআই দিয়ে তৈরি
১. ভিডিওয় লক্ষণীয় অসঙ্গতি: বাস্তবে কোনও পুলিশকর্তা এধরণের মন্তব্য করেছেন কিনা জানতে আমরা প্রথমে ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করি। তবে, ভিডিওটির সূত্র সম্পর্কে কোনও বিশ্বাসযোগ্য তথ্য অথবা প্রতিবেদন আমরা খুঁজে পাইনি।
ভিডিওটিতে উপস্থিত পুলিশকর্তার মধ্যে কিছু অসঙ্গতি দেখা যায়। উদাহরণস্বরূপ, ভিডিওর এক অংশে তার চোখে কোনও সাদা অংশ দেখা যায় না, পুরোটাই কালো এবং পুলিশের ইউনিফর্মের উপর থাকা নেমপ্লেট ও ব্যাজ পুরো ভিডিওতেই ঝাপসা দেখায়। এছাড়াও, পুলিশকর্তার গলার স্বরও অস্বাভাবিক শোনায়।
২. কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল: আমরা ভাইরাল ভিডিওয় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়েছে কিনা যাচাই করতে ডিপফেক-ও-মিটার এবং Google SynthID-তে ভিডিওটি পরীক্ষা করি।
ডিপফেক-ও-মিটারের কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী সরঞ্জামগুলিতে পরীক্ষা করে মিশ্র ফলাফল পাওয়া যায়। আমাদের পরীক্ষা করা চারটি টুলের মধ্যে দুটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের সম্ভাবনা ৯৯%-এর বেশি, একটিতে ৬২.১% এবং আরেকটিতে মাত্র ১৮.৪%। পরীক্ষার ফলাফল নীচে দেখা যাবে।
এরপর, আমরা ভিডিওটিকে Google SynthID-তে পরীক্ষা করি। ওয়েবসাইটটি জানায় ভিডিওর অডিও অংশ সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ফলাফল দেখুন নীচে।
আমাদের করা পরীক্ষাগুলি এবং পর্যবেক্ষণ থেকে বোঝা যায় ভিডিওটি এআই নির্মিত।