Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

অভিনেতা রজনীকান্তের নামে কলেজ? নেটিজেনরা শেয়ার করলেন সম্পাদিত ছবি

'রজনীকান্ত মেডিক্যাল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ফর কমার্স অ্যান্ড আর্টস' বলে ভাইরাল হওয়া ছবিটি আসলে ভুবনেশ্বরের কলেজ গেট।

By - BOOM FACT Check Team | 3 Aug 2021 10:28 AM GMT

১ অগাস্ট, উদ্যোগপতি কিরণ মজুমদার শ (Kiran Majumdar-Shaw), একটি ম্যানেজমেন্ট কলেজের পুরনো ও বদলে-দেওয়া ছবি টুইট করেন। ভারতীয় অভিনেতা রজনীকান্ত'র (Rajinikanth) নামকরণে, বিদ্রুপ করে কলেজটির নাম লেখা হয়, 'রজনীকান্ত মেডিক্যাল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ফর কমার্স অ্যান্ড আর্টস'।

ভাইরাল ছবিটির ওপর লেখা আছে, "এই কলেজে কী পড়ানো হয়, তা কি বুঝিয়ে বলবেন?' বিস্ময়বোধক চিহ্ন সমেত, কিরণ মজুমদার শ ছবিটি টুইট করেন।


একই ছবি ফেসবুকেও শেয়ার করা হয়। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, "এই হল ভারতের নতুন শিক্ষা নীতি। এই কলেজে ঠিক কী পড়ানো হয়, তা কি কেউ বোঝাতে পারবেন!" মূলত, একটি মিম হিসেবে তৈরি ছবিটির মধ্যে বিদ্রুপটা নেটিজেনদের নজর এড়িয়ে গেছে। তাই কলেজের নামটি দেখে তাঁরা সেখানে কী কী বিষয় পড়ানো হয় সে সম্পর্কে প্রশ্ন তুলেছেন।

Full View


Full View


সোশাল মিডিয়ায় রজনীকান্তের নামে মিম শেয়ার করাটা নতুন নয়। কারণ, ওই মহানায়কের অনুরাগীরা তাঁর নাম ব্যবহার করে অনেকগুলি ফ্যানপেজ ও অ্যাকাউন্ট খুলে রেখেছেন। যা থেকে মিম শেয়ার করা হয়। 'রজনীকান্ত মেডিক্যাল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ফর কমার্স' নামে খোলা একটি ফেসবুক পেজেরও হদিস পায় বুম। সেটি থেকে ওই ধরনের মিম শেয়ার করা হয়েথাকে।

ছবির ওপর কলেজের নামটি বিশেষ উপায়ে বসিয়ে দেওয়া হয়েছে

ফেসবুকে কি-ওয়ার্ড সার্চ করে বুম দেখে, ছবিটি ২০১২ থেকে ইন্টারনেটে রয়েছে।

Full View

আরও পড়ুন: বিভ্রান্তিকরভাবে ছড়াল ২০১৬ সালে পাঞ্জাবে ডোবা রাস্তায় চা চক্রের ছবি

আমরা ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, আসল ছবিটি বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনের সঙ্গে ব্যবহার করা হয়। 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এ প্রকাশিত তেমনই একটি প্রতিবেদনে কলেজটিকে ওড়িশায় জেভিয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (ভুবনেশ্বর) বলে চিহ্নিত করা হয়।

বুম ওই একই ছবি 'উইকিপিডিয়া কমনস' পেজেও দেখতে পায়।


এক্সআইএমবি'র প্রবেশ দ্বারের ছবি আমরা বেশ কয়েকটি কেরিয়ার সংক্রান্ত ওয়েবসাইটেও দেখতে পাই। সেগুলি দেখতে এখানে, এখানেএখানে ক্লিক করুন।

আরও পড়ুন: মীরাবাই চানুর প্রতিদ্বন্দ্বী ডোপিং ধরা পড়লেন যাচাইহীন দাবি ভাইরাল

Related Stories