Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

মিথ্যে দাবিতে ছড়াল রাখী সাওয়ান্তের হিজাব পরা পুরনো ছবি

বুম যাচাই করে দেখে রাখী সাওয়ান্তের জিমে হিজাব পরা ছবিটি ২০২১ সালের অগস্ট মাসের।

By - Sumit Usha | 21 Feb 2022 7:14 PM IST

মডেল অভিনেত্রী রাখী সাওয়ান্তের হিজাব পরা একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটির ক্যাপশনে মিথ্যে দাবি করে বলা হয় অভিনেত্রী হিজাবের সমর্থনে এগিয়ে এসেছেন।

বুম যাচাই করে দেখে ছবিটি পুরানো এবং সাম্প্রতিক যে হিজাব বিতর্ক কর্নাটকের বিভিন্ন শহরে উত্তেজনা সৃষ্টি করেছে তার সাথে এই ছবিটির কোনও সম্পর্ক নেই।

২০২২ সালের ৮ জানুয়ারি বিভিন্ন শিক্ষালয়ে হিজাব পরা ছাত্রীদের বিরুদ্ধে গেরুয়া শাল পরে ছাত্ররা প্রতিবাদ করতে শুরু করে। এই ঘটনা থেকেই সূচনা হয় হিজাব বিতর্কের।ঘটনাটিকে কেন্দ্র করে কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে হিংসা এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় বহু ভুয়ো তথ্যও ছড়িয়ে পড়ে।

বুম হিজাব বিতর্ক ঘিরে অনেকগুলি ভুয়ো তথ্যের সত্যতা যাচাই করেছে। আমাদের প্রতিবেদন এখানে পড়ুন।

ভাইরাল হওয়া ছবিতে সাওয়ান্তকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটির সাথে হিন্দিতে লেখা ক্যাপশনের অনুবাদ, "রাখী সাওয়ান্তের মত অভিনেত্রীরাও হিজাবের সমর্থনে এগিয়ে এসেছেন।"

(হিন্দিতে মূল লেখা: राखी सांवत जैसी कलाकार भी हिजाब के समर्थन में आगयी है...)

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

ছবিটি একই ক্যাপশনের সঙ্গে টুইটারেও শেয়ার করা হয়েছে।

আর্কাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।




আরও পড়ুন: হিজাব বির্তক: ভারতকে যুদ্ধের হুমকি দেয়নি তুরস্কের রাষ্ট্রপতি এর্দোয়ান

তথ্য যাচাই 

বুম ভাইরাল হওয়া ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে এবং দেখতে পায় যে ছবিটি ২০২১ সালের অগস্ট মাসের। ২০২১ সালের ৩১ অগস্ট আমরা হিজাব পরিহিত অভিনেত্রীর একই ছবি এবং ভিডিও দেখতে পাই।

২০২১ সালের ৩১ আগস্ট টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, সাওন্ত হিজাব পরে একটি জিমে গিয়েছিলেন।

ভেরিফায়েড ফেসবুক পেজ KoiMoi-তে এটির একটি লম্বা ভার্সন দেখতে পাওয়া যায়। ওই ভিডিওতে দেখা যায়, সাওন্ত হিজাব পরিহিত অবস্থায় নিজের গাড়ি থেকে নেমে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।

২০২১ সালের ৩১ অগস্ট শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, "#রাখী সাওয়ান্ত হিজাব পরে জিমে গেলেন, আর একটা বিতর্কের সূত্রপাত?…"

Full View

সাম্প্রতিক হিজাব বিতর্কে রাখী সাওয়ান্তের অবস্থান কী, সে বিষয়ে কোনও সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে কি না, বুম তার খোঁজ করে। কিন্তু এরকম কোনও প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়নি। আমরা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডলও খুঁজে দেখি, কিন্তু হিজাব পরে তাঁর কোনও সাম্প্রতিক ছবি সেখানে আমরা দেখতে পাইনি।

আরও পড়ুন: না, এটি কর্নাটকের মুসকান খানের সঙ্গে রাহুল গাঁধীর ছবি নয়

Tags:

Related Stories