কেরলে (Kerala) সিএএ-বিরোধী (নাগারিকত্ব সংশোধনী আইন) জনসভার পুরনো ছবি, মিথ্যে ক্যাপশন সহ শেয়ার করা হচ্ছে। দাবি করা হচ্ছে যে, ত্রিপুরায় (Tripura) সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে এক পদযাত্রার ভিডিও সেটি।
বুম দেখে আসলে সেটি ২০২০ সালে হওয়া কেরলে সিএএ-বিরোধী এক বিক্ষোভের ছবি।
ত্রিপুরায় বিক্ষিপ্ত সাম্প্রদায়িক হিংসার ঘটনার খবরের পরিপ্রেক্ষিতে ভিডিওটি ভাইরাল হয়েছে। প্রতিবেশী বাংলাদেশে একটি দুর্গা পুজোর প্যান্ডেলে ভাঙ্গচুর ও তার পরে সাম্প্রদায়িক দাঙ্গা ত্রিপুরায় হিংসা উস্কে দেয়। আরও জানতে এখানে ক্লিক করুন।
ভিডিওটি একজন টুইটার ব্যবহারকারী শেয়ার করেন। ক্যাপশনে লেখা হয়, "ত্রিপুরায় হিংসা। ত্রিপুরার জন্য সংহতি ও শান্তি। কেরলের মানুষকে কুর্ণিশ। ত্রিপুরা পুলিশের লজ্জা হওয়া উচিৎ।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
ও্ই একই ভিডিও ফেসবুকেও শেয়ার করা হয়। ক্যাপশনে দাবি করা হয় যে, ত্রিপুরায় হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে কেরলে এক জনসমাবেশ দেখা যাচ্ছে ভিডিওটিতে।
পোস্টটি এখানে দেখুন।
আরও পড়ুন: জগদ্ধাত্রী পুজো: চন্দননগরে সপ্তমী থেকে দশমী রাতে কার্ফু শিথিল, গ্রাফিক ছড়াল বিভ্রান্তি
তথ্য যাচাই
বুম ভিডিওটি ভালো করে দেখে। সেটির শেষের দিকে আমরা ওই র্যালিতে আজাদি'র স্লোগান শুনতে পাই। ২০১৯-২০২০ সালে সিএএ-বিরোধী আন্দোলন চলাকালে, আজাদি'র স্লোগান বার বার শোনা গিয়েছিল। ভিডিওতে যে ভাষায় কথা বলা হচ্ছে, তা হল মালায়ালম।
এই সূত্র ধরে আমরা, 'ম্যাসিভ অ্যান্টি সিএএ র্যালি ইন কেরালা' (কেরলে বিশাল সিএএ-বিরোধী র্যালি), এই কি-ওয়ার্ডগুলি দিয়ে ফেসবুকে সার্চ করি।
তার ফলে, আমরা ২০২০ সালের ৮ জানুয়ারির একটি ফেসবুক পোস্ট দেখতে পাই। তাতে ওই ভিডিওটির একটি বড় সংস্করণ ছিল। সেটির ক্যাপশনে লেখা হয়, "কেরলে (মান্নারকাড) এনআরসি, সিএএ-বিরোধী বিশাল র্যালি"।
বুম দেখে ইনস্টাগ্রামেও ওই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ আপলোড করা হয়। সেটির ক্যাপশনে লেখা হয়, "একা নয়, এক সাথে"।
হোর্ডিং 'চয়েস' লেখা শব্দটিকে সূত্র ধরে, বুম জায়গাটিকে শনাক্ত করার চেষ্টা করে। দেখা যায়, মান্নারকাডে 'চয়েস ওয়েডিং কাসল' বলে একটি জায়গা আছে। ভাইরাল ভিডিওতে যে বাড়িটি দেখা যাচ্ছে, সেটির সঙ্গে আমরা ওই ওয়েডিং কাসলের অবস্থান মিলিয়ে দেখি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে শশী তারুর টুইট করলেন ট্রাকের ভুয়ো ছবি