বলিউড অভিনেত্রী রানি মুখার্জি (Rani Mukherji) ও ইন্ডিয়া টুডের উপস্থাপক রাজদীপ সারদেসাইয়ের (Rajdeep Sardesai) একটি সম্পাদিত ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন, সারদেসাই অভিনেত্রীর ওজন নিয়ে মন্তব্য করলে তিনি কঠোরভাবে প্রতিউত্তর করে।
বুম দেখে একটি সাক্ষাৎকারের ভিডিওকে সম্পাদনা করে ভুয়ো দাবিটি করা হয়েছে। মূল ভিডিওয় দেখা যায় সারদেসাই রানি মুখার্জিকে তার ছবি মর্দানির একটি দৃশ্য পুনরায় অভিনয় করতে বলেন যেখানে তার মহিলা পুলিশ অফিসারের চরিত্রের বিপরীতে সারদেসাই আটক হওয়া গুণ্ডার অভিনয় করেন।
ইন্ডিয়া টুডের মুম্বই কনক্লেভে ৩ অক্টোবর, ২০২৫-এ মর্দানি সিনেমার অনুপ্রেরনা আইপিএস অফিসার মীরান চাঁদা বোরওয়াঙ্কার ও অভিনেত্রী রানি মুখার্জির সাক্ষাৎকার নেন রাজদীপ সারদেসাই। রানি মুখার্জি অভিনীত মর্দানি ৩ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬-এ মুক্তি প্রাপ্ত হবে।
ভাইরাল দাবি
সাত সেকেন্ডের ভাইরাল ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, “জানা যাচ্ছে যে বামপন্থী রাজদীপ সরদেশাই রানি মুখার্জিকে জিজ্ঞাসা করেছিলেন, "বিয়ের পর থেকে তুমি অনেক মোটা হয়ে গেছো।" রানি মুখার্জি TMC সাংসদ সাগরিকা ঘোষ বর রাজদীপ সারদেশাই কে সেখানেই কুকুরের মতো তিরস্কার করেছিলেন। ভিডিওটি দ্রুত এডিট করা হয়েছিল এবং এই অংশটি দেখানো হয়নি।”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. মূল সাক্ষাৎকারে ঘটনার ক্রম: আমরা ৩ অক্টোবর, ২০২৫-এ ইন্ডিয়া টুডে কনক্লেভ ইউটিউব চ্যানেলে আপলোড করা সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখি।
৩১:৩০ মিনিটে প্রাক্তন আইপিএস অফিসার মীরান চাঁদা বোরওয়াঙ্কার মর্দানির একটি দৃশ্যের উল্লেহ করে বলেন, "মর্দানি ছবির একটি দৃশ্যে ওকে (মুখার্জি) একটি পুলিশ স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যেখানে ও ৫ ফুটের আর ওর সামনে বিশাল, খুব লম্বা এবং চওড়া পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছে। খুব পেশাদারভাবে, তিনি তাদের একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করতে বলেন, এবং যেভাবে পরিচালক এটি উপস্থাপন করেছেন, সেই পুরুষরা, যারা হয়তো অপরাধ শাখার, তার দিকে তাকিয়ে তার নেতৃত্ব গ্রহণ করেন এবং তিনি যা বলেন তা অনুসরণ করেন। সেই দৃশ্যটি খুবই শক্তিশালী ছিল, সেটি প্রমাণ করে এটি লিঙ্গভিত্তিক নয় বরং কাজের দক্ষতার উপর নির্ভরশীল।”
এরপর, ৩২:২৮ মিনিটে সারদেসাই মুখার্জির দিকে ফিরে তাকে সেই দৃশ্যটি পুনরায় অভিনয় করতে অনুরোধ করেন। তিনি বলেন, "আমি এখানে দাঁড়িয়ে আপনার পুলিশ স্টেশনে আটক করে রাখা গুন্ডা হিসাবে অভিনয় করতে পারি… এবং তারপর আপনি আমাকে বলতে পারেন।"
এরপর, মুখার্জি মর্দানিতে তার অভিনীত চরিত্রের মতো করে চিৎকার করে বলেন "চুপাচাপ এখানে বস! বস এখানে। এখনই!" যা ভাইরাল ভিডিওতে দেখা যায়। আগের ঘটনাক্রম ভাইরাল ভিডিও থেকে সম্পাদনা করে বাদ দিয়ে ভুয়ো দাবিটি করা হয়েছে।